Success Story: IAS হয়েও চাকরি ছাড়েন, শিক্ষকতাই ছিল প্যাশন- কীভাবে এত জনপ্রিয় তনু জৈন ?
ডাক্তার থেকে আইএএস অফিসার। সেই চাকরিও ছেড়ে দিয়ে শিক্ষকতায় মন। আর তাতেই সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতনু জৈন। ইউপিএসসি উৎসাহীদের কাছে এক পরিচিত নাম। দেশের অন্যতম মোটিভেশনাল স্পিকার এবং এডুকেটর হিসেবেই তিনি পরিচিত। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
দিল্লির কেমব্রিজ স্কুলে পড়াশোনা, তারপর মিরাটের শুভ্রাতি মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা নিয়ে বিডিএস ডিগ্রি লাভ করেন তনু জৈন। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
আর এই ডাক্তারি পড়তে পড়তেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন তনু জৈন। ২০১৫ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
২০১২ সালে প্রথম পরীক্ষায় বসেছিলেন তনু জৈন। তবে সেবারে প্রিলিমসে পাশ করলেও মেনসে আটকে যান। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
২০১৪ সালে আবারও পরীক্ষা দেন তিনি। ৬৪৮ র্যাঙ্ক অর্জন করেন তনু, ২০১৫ সালে আবার পাশ করেন ইউপিএসসি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
মাত্র ২ মাসের প্রস্তুতিতেই ইউপিএসসি উত্তীর্ণ হন তনু জৈন। তবে আইএএস অফিসার হয়েও বেশিদিন চাকরি করেননি তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
মাত্র ৭ বছর আইএএস হিসেবে কাজ করেই চাকরি ছেড়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পরীক্ষার্থীদের সুবিধের কথা ভেবে শিক্ষকতায় আসা তনু জৈনের। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
তাঁর স্বামী সিভিল সার্ভিসে আছেন, ঝুঁকি নিতে পেরেছিলেন তাই তনু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি লক্ষ করেছি পরীক্ষার্থীদের মধ্যে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়।' ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
ইনস্টাগ্রামে, ইউটিউবে এখন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে জনপ্রিয় তনু জৈন। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -