UPSC Preparation Tips: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?
সারা দেশের প্রশাসন ব্য়বস্থার মূলস্তম্ভ IAS, IPS- আধিকারিকরা। একদিকে দেশসেবা অন্যদিকে সম্মান- দুটিই একসঙ্গে পেতে দেশের বহু পড়ুয়ার স্বপ্ন থাকে UPSC পরীক্ষায় সফল হওয়ার। তার জন্য যাঁরা সবরকম প্রলোভন ত্যাগ করে প্রস্তুতি নেন, সাফল্য এসে ধরা দেয় তাঁদের কাছেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাগৃতি অওয়াস্থির একইরকম স্বপ্ন ছিল। স্বপ্ন সফল করার জন্য লেগে থাকলে, প্রস্তুতি নিতে থাকলে যে সাফল্য মেলেই তার জ্বলজ্যান্ত উদাহরণ জাগৃতি। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি ছেড়ে প্রস্তুতি নিয়ে সফল হয়েছিলেন তিনি।
ভোপালের বাসিন্দা জাগৃতি। বাবা-মা আর ভাইকে নিয়ে তাঁর পরিবার। সেভাবেই বেড়ে ওঠা। তাঁর মা স্কুলশিক্ষিকা ছিলেন। তাঁর বাবা ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। তাঁর ভাই এখন ডাক্তারি পড়ছেন।
বিজ্ঞান নিয়ে পড়াশোনা জাগৃতির। তারপর ২০১৬ সালে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন তিনি। সেই বছরেই GATE গিয়ে সর্বভারতীয় স্তরে সাফল্য পান তিনি।
এরপরেই সরকারি সংস্থা BHEL-চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন ছিল IAS-হওয়ার। চাকরি করতে করতে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। কাজের জায়গায় প্রবল পরিশ্রমের কারণে প্রস্তুতি নিতে পারেননি তিনি।
এই সময়েই বড় একটি সিদ্ধান্ত নেন জাগৃতি। BHEL-এর মোটা মাইনের প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে দেন তিনি। UPSC-ই হয়ে ওঠা তাঁর ধ্যানজ্ঞান।
২০১৯ সালে দিল্লি যান তিনি, সেখানে শুরু করেন UPSC-এর প্রস্তুতি। কিন্তু কোভিড মহামারির ধাক্কায় এলোমেলো হয়ে যায় তাঁর প্রস্তুতি। বাধ্য হয়ে ফের তিনি ফিরে আসেন ভোপালের বাড়িতে। তার ভার্চুয়াল পদ্ধতিতে চলে প্রস্তুতি।
অধ্যবসায় এবং জেদের ফল মেলে দ্রুতই। ২০২১-এর ব্যাচে সাফল্য় মেলে। সারা ভারতে ২ নম্বর স্থান পান জাগৃতি অওয়াস্থি। তিনিই ছিলেন সেবারের সর্বোচ্চ নম্বর পাওয়া মহিলা পরীক্ষার্থী। সব ছবি: জাগৃতি অওয়াস্থির ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -