WBBSE Board Exam Evaluation: কীসের ভিত্তিতে আজ মাধ্য়মিকের ফলাফল? জেনে নিন, সকাল ১০টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে রেজাল্ট
বাতিল হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে? এদিন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ সাংবাদিক বৈঠকে জল্পনার অবসান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূল্যায়নের ভিত্তিতে কীভাবে দুটি পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে, তা ঘোষণা করল মধ্য পর্ষদ-সংসদ।
২ পরীক্ষার ওপর ভিত্তি করে, দুটিকেই সমান গুরুত্ব দিয়ে তৈরি হবে এবারের মাধ্যমিকের মার্কশিট।
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২০২১ সালের মাধ্যমিকের মার্কশিট তৈরি করার জন্য দেখা হবে নবমের বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর।
নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রতিটি বিষয়ের ১০০ নম্বরে পূর্ণমাণের ৫০ শতাংশ ওয়েটেজ এবং দশমের প্রতিটি বিষয়ের ১০ নম্বরের পূর্ণমাণের অভ্যন্তরীণ মূল্যায়নের ৫০ শতাংশ ওয়েটেজ।
এই দুটি পরীক্ষার ৫০-৫০ শতাংশ ধরে একটা গড় তৈরি করে হবে মাধ্যমিকের মার্কশিট।পর্ষদ জানিয়েছে, ৫০ নম্বর নেওয়া হবে নবমের বার্ষিক পরীক্ষা থেকে। এরসঙ্গে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ৫ গুণ নম্বর নিয়ে মূল্যায়ন হবে। এই দুটির ভিত্তিতে ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে।
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, মার্কশিট পাওয়ার পর কোনও ছাত্র নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষায় বসলে, সেখানে প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে ধরা হবে।
বাতিল হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে? এদিন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ সাংবাদিক বৈঠকে জল্পনার অবসান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -