WBCHSE Board Exam Evaluation: আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে মূল্যায়ন?
বাতিল উচ্চমাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন ও নম্বর বিভাজন হবে তা সাংবাদিক বৈঠক করে জানানো হয়।।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরীক্ষা বাতিলের ঘোষণার পর গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নম্বর নীতি ঘোষণা হবে আজ।
সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস উচ্চমাধ্যমিকের নম্বর বিভাজনের বিষয়টি বিস্তারিতভাবে জানান।
জানানো হয়, ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে।
দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ।
উচ্চমাধ্যমিকের প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট কীভাবে তৈরি হবে তার ঝলকের পাশাপাশি একটা নমুনাও দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের সুবির্ধাতে।
নমুনায় বলা হয়েছে, ধরা যাক উচ্চমাধ্যমিকের ফিকিক্স পেপার। সেক্ষেত্রে ৭০ নম্বর থিওরি ও ৩০ নম্বর প্র্যাকটিক্যালের ভিত্তিতে নম্বর বিভাজন হবে।
নমুনা হিসেবে বলা হয়েছে, মাধ্যমিকের ৪ বিষয়ে কেউ যদি ২০০ পায় সেক্ষেত্রে ৪০ শতাংশ ওয়েটেজের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ওই ৪০ শতাংশে ১৪ নম্বর পাবে পরীক্ষার্থী।
নমুনায় বলা হয়েছে, একাদশের বার্ষিক পরীক্ষায় ৭০ নম্বরের মধ্যে কেউ যদি ৫০ পায় তাহলে উচ্চমাধ্যমিকের ওয়েটেজের ভিত্তিতে এক্ষেত্রে প্রাপ্য হবে ৩০ নম্বর।
ওই দুই নম্বরের সঙ্গে যোগ হবে প্র্যাকটিক্যালে প্রাপ্ত নম্বর। সেক্ষেত্রে যদি কেউ ৩০-এ ২৮ পায় সেক্ষেত্রে আগের নমুনার ভিত্তিতে পরীক্ষার্থীটি মোট ৭২ (১৪+৩০+২৮) নম্বর পাবে। (তথ্য-কৃষ্ণেন্দু অধিকারী)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -