Madhyamik 2024: কাল থেকে মাধ্যমিক, কী করবেন? কী করবেন না?
আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার থেকে মাধ্যমিকের সময় সূচিতে এসেছে বদল। মাধ্যমিক এগিয়েছে ২ ঘণ্টা। এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের বিলি করা হবে। সকাল দশটায় শুরু পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পরীক্ষা বিভাগের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল examwbbse@gmail.com।
প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর: 033-2359-2277, 2321-3844
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর: 9147135748, বর্ধমান আঞ্চলিক অফিসের নম্বর: 9147135747, মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর : 9147135752
বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। নিষিদ্ধ কোনও বস্তু পরীক্ষা হলে, কারোর কাছে পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সাফ জানিয়েছে পর্ষদ।
অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে, সন্তানরা যাতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে না যায়, সেদিকে নজর রাখতে হবে।
এবছর প্রশ্নপত্রের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো রয়েছে। কোনও পরীক্ষার্থী যদি কোনও প্রশ্নপত্রের পাতার ছবি তোলে, তবে সেই ছবি দেখে বোঝা যাবে কার প্রশ্নপত্র।
পরীক্ষা হলে ইনভিজিলেটরদের সংশ্লিষ্ট বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে বলতে বলার নির্দেশ দিয়েছে পর্ষদ। পাশাপাশি কার প্রশ্নপত্র তা জানা গেলে পরীক্ষা এবছরের জন্য বাতিল হয়ে যেতে পারে। এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -