WBJEE 2023: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন কীভাবে? রইল বিস্তারিত
২০২৩ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়েছে। বোর্ড সূত্রে খবর, ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে OMR শিটে।
রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে সিলেবাস, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কী, রেজাল্টের দিনক্ষণ এবং কাউন্সিলিং সংক্রান্ত তথ্য জানানো হবে।
ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার জন্য এই পরীক্ষার আয়োজন করে থাকে বোর্ড। একাধিক কলেজ ভর্তির মূল পরীক্ষা হল এই জয়েন্ট এন্ট্রান্স।
রেজিস্ট্রেশন কোনও ভুল হলে তা সংশোধনের সময়সীমা: ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি। অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ: ২০ এপ্রিল। পরীক্ষার দিনক্ষণ: ৩০ এপ্রিল।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in যেতে হবে। ইমেল আইডি, ফোন নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।
যে সব তথ্য চাওয়া হচ্ছে তার স্ক্যান করা কপি আপলোড করতে হবে নিয়ম মেনে। অনলাইনে দিতে হবে রেজিস্ট্রেশন ফি। অনলাইনেই জমা দিতে হবে ফর্ম।
স্বীকৃতি স্বরূপ যে স্লিপটি পাবেন, সেটি নিজের কাছে রেখে দিতে হবে পরীক্ষার্থীকে।
আগামী বছর জয়েন্ট এন্ট্রান্সের আবেদন ফি হিসেবে দিতে হবে ৫০০ টাকা। সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৪০০ টাকা দিতে হবে আবেদন ফি হিসেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -