দেখুন, করোনা বিধি মেনে দেশ জুড়ে পালিত ইদ, শুভেচ্ছার ঢল সোশ্যাল মিডিয়ায়
শ্রাবন্তীর ইদের শুভেচ্ছা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বছর ইদ আড়ম্বরহীন। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান, এই ছবিটি পোস্ট করে।
অভিনেত্রী জয়া আহসানের ইদের শুভেচ্ছা
নানাবতী হাসপাতাল থেকেই ইদে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন।
করোনা বিধি মানতে এই বছর ইদের কেনাকাটায় ভিড় নেই বললেই চলে।
এই বছর সৌদি সরকার সিদ্ধান্ত নেয়, হজযাত্রীর সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। ভারত থেকে সরকারি নির্দেশে কেউ এই বছর সৌদি আরবে হজ করতে যাননি।
বেশ কিছু রাজ্যে সরকারি নির্দেশ মেনে ধর্মীয় জমায়েত বন্ধ। তাই মসজিদ প্রাঙ্গণ ফাঁকাই। যেখানে নমাজ পড়া হচ্ছে, সেখানে মানতে হচ্ছে দূরত্ব বিধিও।
করোনা কালে ইদ। তাই জামা মসজিদে কড়া সুরক্ষা ব্যবস্থা। প্রার্থনাসভায় যোগ দিতে আসা প্রত্যেক পুণ্যার্থীর শারীরিক তাপমাত্রা থার্মোমিটার গান-এর সাহায্যে মাপা হচ্ছে।হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও আছে।
ইদের অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে বলেন, লিখেছেন, ‘ইদ মুবারক! শুভেচ্ছা। এই দিনে যেন আমরা সংঘবদ্ধ ও সামগ্রিক এক সমাজ গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করি। সৌভ্রাতৃত্ব ও সহমর্মী মনোভাব আরও বৃদ্ধি পাক।’ শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মধ্যপ্রাচ্য ও তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই শুক্রবার উদযাপন হয় ইদ। এই ইদে পশু কোরবানি দেওয়ার রীতি আছে। ভারতে ইদের আগের দিন শুক্রবার বিভিন্ন বাজারে সব জিনিসপত্রেরই চড়া দাম ছিল। দোকানদারদের দাবি, ইদের বাজার এবার জমেনি। মানুষের হাতে টাকা নেই, বাজার করবে কী করে ? প্রশ্ন বিক্রেতাদের। করোনা পরিস্থিতিতে মানুষ কিছুটা আতঙ্কিতও বটে। তবে বেশ কিছু বাজারে ধরা পড়ল ভিড়ের ছবিও।
আজ পবিত্র ইদ উল আজহা উদযাপিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে এবার ঈদ উদযাপন করতে হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -