WB Election 2021: পরিবর্তনের জন্য তৈরি বাংলা, এ রাজ্যে দু’শোর বেশি আসনে জিতবে বিজেপি: অমিত শাহ
অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে পরিস্থিতি আমাদের অনুকূলে। বাংলার মানুষ আরেকটা পরিবর্তনের জন্য তৈরি। আমরা ২০০-র বেশি আসন জিতবো। ২০১৭ সাল থেকে আমি বলে আসছি যে পশ্চিমবঙ্গে দল ভাল ফল করতে পারে। ২০১৯-এ আমি ২১টা আসন জিতবো বলেছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর ভরসা রয়েছে এব্যাপারে আমি নিশ্চিত।’ Photo: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল ছেড়ে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এবার সিঙ্গুরে প্রার্থী করেছে বিজেপি। বুধবার তাঁর সমর্থনে রোড শো করেন অমিত শাহ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ঝরে পড়েছে তাঁর গলায়। যদিও, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। Photo: PTI
নন্দীগ্রামে ভোট হয়ে গেছে দ্বিতীয় দফায়। শনিবার চতুর্থ দফায় ভোট সিঙ্গুরে। তার আগে বুধবার সিঙ্গুরের দুলেপাড়া থেকে সিঙ্গুর থানা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। গেরুয়া পাগড়ি পরে পাশে ছিলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে টিকিট পেয়েছেন। ২০০১ থেকে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৬ চারটি বিধানসভা ভোটেই সিঙ্গুর থেকে তৃণমূলের টিকিটে জেতেন তিনি। তবে এবার সিঙ্গুর থেকে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। সিঙ্গুরে টিকিট দেওয়া হয় হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে। যাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্যর দ্বন্দ্ব হুগলিতে কারও অজানা নয়। Photo: PTI
পাশাপাশি বুধবার হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 'বিপুল ব্যবধানে জিতবেন রাজীব।'
শাহ এদিন আরও বলেন, ‘মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত, বিপুল ব্যবধানে রাজীব জিতবেন। দুশোরও বেশি আসনে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -