Election 2023: বছর পেরোলেই লোকসভা নির্বাচন, EVM-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কী ?

EVM Fake Vote Controversy: এমন প্রশ্নও আছে যে ইভিএম-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কি না? রইল উত্তর।

বছর পেরোলেই লোকসভা নির্বাচন, EVM-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কী ?

1/10
দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার ইভিএম ইনস্টল করা হয়েছে।
2/10
মূলত এই বিধানসভা নির্বাচনের পরই শুরু হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ২০২৪ সালের প্রথম দিকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা।
3/10
গত কয়েক বছর ধরেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে। যা সবচেয়ে নিরাপদ বলে গ্রহণ করা হয়েছে।
4/10
আর এই ইভিএম নিয়েই মানুষের মনে প্রায়শই অনেক প্রশ্ন জমে থাকে।
5/10
এমন প্রশ্নও আছে যে ইভিএম-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কি না? এই মেশিন দিয়ে বোতাম চেপে জাল ভোট দেওয়া যায় বলে অনেকে মনে করেন !
6/10
তবে তথ্য বলছে, ইভিএমের মাধ্যমে জাল ভোট দেওয়া খুবই কঠিন কাজ। কারণ এটি এক ভোট, এক ব্যক্তি নীতিতে কাজ করে।
7/10
একটি ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি লক হয়ে যায় এবং প্রিজাইডিং অফিসারের ইচ্ছা না থাকলে আরেকটি ভোট দেওয়া যায় না।
8/10
অর্থাৎ কেউ ইভিএম লুট করলেও , এর অপব্যবহার করতে পারবে না। এছাড়াও, কেউ কোনও ধরনের জাল ভোট দিতে পারবে না।
9/10
উল্লেখ্য, পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় ১৭, ছত্তিশগড় ১১ এবং মিজোরামে একটিমাত্র লোকসভা আসন।
10/10
পাঁচ রাজ্যেই একসঙ্গে ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ করা হবে। এবং ৫ ডিসেম্বরে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার
Sponsored Links by Taboola