Election 2023: বছর পেরোলেই লোকসভা নির্বাচন, EVM-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কী ?
দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার ইভিএম ইনস্টল করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত এই বিধানসভা নির্বাচনের পরই শুরু হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ২০২৪ সালের প্রথম দিকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা।
গত কয়েক বছর ধরেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে। যা সবচেয়ে নিরাপদ বলে গ্রহণ করা হয়েছে।
আর এই ইভিএম নিয়েই মানুষের মনে প্রায়শই অনেক প্রশ্ন জমে থাকে।
এমন প্রশ্নও আছে যে ইভিএম-এর মাধ্যমে জাল ভোট দেওয়া সম্ভব কি না? এই মেশিন দিয়ে বোতাম চেপে জাল ভোট দেওয়া যায় বলে অনেকে মনে করেন !
তবে তথ্য বলছে, ইভিএমের মাধ্যমে জাল ভোট দেওয়া খুবই কঠিন কাজ। কারণ এটি এক ভোট, এক ব্যক্তি নীতিতে কাজ করে।
একটি ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি লক হয়ে যায় এবং প্রিজাইডিং অফিসারের ইচ্ছা না থাকলে আরেকটি ভোট দেওয়া যায় না।
অর্থাৎ কেউ ইভিএম লুট করলেও , এর অপব্যবহার করতে পারবে না। এছাড়াও, কেউ কোনও ধরনের জাল ভোট দিতে পারবে না।
উল্লেখ্য, পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় ১৭, ছত্তিশগড় ১১ এবং মিজোরামে একটিমাত্র লোকসভা আসন।
পাঁচ রাজ্যেই একসঙ্গে ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ করা হবে। এবং ৫ ডিসেম্বরে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -