Assembly Election Results 2022: চার রাজ্যে গেরুয়া ঝড়, পাঞ্জাবে আপ, গোয়ায় খাতা খুলতে পারল না তৃণমূল
পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই একক বৃহত্তম দল বিজেপি। উত্তরপ্রদেশে প্রায় ৭০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি। পশ্চিম উত্তরপ্রদেশে আগরা বাদে অন্যান্য এলাকায় লড়াই দিচ্ছে সমাজবাদী পার্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলখিমপুর-হাথরসেও পদ্ম ঝড়। উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রীপদে আসতে চলেছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২৬১ আসনে, সমাজবাদী পার্টি ১২৮ আসনে, বিএসপি ৬, কংগ্রেস ৬ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
আগের বারের থেকে কিছুটা ভাল ফল করলেও গেরুয়া ঝড়ে এবারের দিশাহীন 'সাইকেল'। প্রাথমিক ট্রেন্ড প্রকাশ পেতেই টুইট করেন মুলায়ম-পুত্র। অখিলেশ বলেন, ‘পরীক্ষা বাকি আছে সাহসের,সময় এসে গিয়েছে সিদ্ধান্তের’।
এদিকে, পাঞ্জাবে ৮৯ আসনে আসনে আপ, ১২টি আসনে কংগ্রেস এবং ৫টি আসনে এগিয়ে বিজেপি। আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন, কেজরিওয়ালের শাসনের মডেলকে সুযোগ দিয়েছে পঞ্জাব। আজ তার শাসনের মডেল জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি সাধারণ মানুষের জয়।
অন্যদিকে, উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি। পদ্ম শিবিরের আসন সংখ্যা ৪৭। কংগ্রেস পেয়েছে ২০। আপ শূন্যহাতে। বিএসপি ০। অন্যান্য ৩। এখনও উত্তরাখণ্ডে ৭৫ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। খাতিমা কেন্দ্রে পিছিয়ে পড়ার পর ফের এগিয়ে যান তিনি।
গোয়ায় সরকার গড়বে বিজেপি, সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি, দাবি বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল।
এদিকে সব রাজ্যেই পিছিয়ে কংগ্রেস। পাঞ্জাবের মত শক্ত দুর্গও এবার 'হাত-ছাড়া' হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -