Meghalaya-Nagaland Elections 2023: নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট কেন্দ্রগুলিতে লম্বা লাইন, সকাল ১১ টা অবধি কত ভোট ২ রাজ্যে ?
এদিন নির্দিষ্ট সময় মেনেই সকাল ৭টায় শুরু ভোট গ্রহণ পর্ব দুই রাজ্যে। মেঘালয় এবং নাগাল্যান্ডের বিভিন্ন কেন্দ্রগুলিতে লম্বা লাইনের ছবি প্রকাশ্যে এসেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই রাজ্যেই ৬০ টি বিধানসভা কেন্দ্র। মেঘালয়ে মোট ২১ লক্ষ ভোটার ৩৬৯ জন প্রার্থীর মধ্যে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি বেছে নেবেন।
পাশাপাশি নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার আজ, ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন।
নাগাল্যান্ডে এবারও জোট করেই লড়াই করছে এনডিপিপি এবং বিজেপি। নাগাল্যান্ডে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এবারে ভোটের প্রচারে এসেছিলেন মোদি , শাহ ও নাড্ডারা।
মেঘালয়ে ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কানরাড সাংমার দল এনপিপি।
র্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছে কমিশন।
২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া অবধি আন্তর্জাতিক সীমান্ত সিল থাকবে।
ভোটগ্রহণের দিন টুইটে বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ' মেঘালয় ও নাগাল্যান্ডের জনগণকে , বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।'
সোমবার বেলা ১১ টা অবধি ২৬.৭০ শতাংশ ভোট পড়ল মেঘালয়ে এবং ৩৫.৭৬ শতাংশ ভোট পড়েছে নাগাল্যান্ডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -