Xiaomi 13 Pro: ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো, কী কী ফিচার রয়েছে এই ফ্ল্যাগশিপ ফোনে?
ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন শাওমি ১৩ প্রো। তবে এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ শাওমি ১৩ ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাওমি ১৩ প্রো ফোনের দাম ভারতে কত সেটাও এখনও ঘোষণা করেনি শাওমি সংস্থা। অনুমান, খুব তাড়াতাড়িই এই ফোনের দাম প্রকাশ্যে আসবে।
শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে শাওমি ১৩ প্রো ফোন কেনা যাবে।
ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে Ceramic Black এবং Ceramic White দু'টি রঙে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
শাওমির এই ফোনই প্রথম মডেল যেখানে Leica ব্র্যান্ডের ৭৫ মিলিমিটারের ফ্লোটিং টেলিফটো লেন্স রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমি ১৩ প্রো ফোনে।
সেখানে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চির Sony IMX989 প্রাইমারি সেনসর, একটি ৫০ মেগাপিক্সেলের ফ্লোটিং টেলিফটো সেনসর এবং একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে।
এছাড়াও শাওমি ১৩ প্রো ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির 2K OLED ডিসপ্লে যেখানে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
শাওমি ১৩ সিরিজের এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে একটি ৪৮২০ এমএএইচব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
শাওমি ১৩ ফোনের স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩ এবং এনএফসি সাপোর্ট। ছবি সূত্র- ট্যুইটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -