Xiaomi 13 Pro: ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো, কী কী ফিচার রয়েছে এই ফ্ল্যাগশিপ ফোনে?

Xiaomi Smartphones: শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে শাওমি ১৩ প্রো ফোন কেনা যাবে।

শাওমি ১৩ প্রো, ছবি সূত্র- ট্যুইটার

1/10
ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন শাওমি ১৩ প্রো। তবে এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ শাওমি ১৩ ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
2/10
শাওমি ১৩ প্রো ফোনের দাম ভারতে কত সেটাও এখনও ঘোষণা করেনি শাওমি সংস্থা। অনুমান, খুব তাড়াতাড়িই এই ফোনের দাম প্রকাশ্যে আসবে।
3/10
শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে শাওমি ১৩ প্রো ফোন কেনা যাবে।
4/10
ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে Ceramic Black এবং Ceramic White দু'টি রঙে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
5/10
শাওমির এই ফোনই প্রথম মডেল যেখানে Leica ব্র্যান্ডের ৭৫ মিলিমিটারের ফ্লোটিং টেলিফটো লেন্স রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমি ১৩ প্রো ফোনে।
6/10
সেখানে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চির Sony IMX989 প্রাইমারি সেনসর, একটি ৫০ মেগাপিক্সেলের ফ্লোটিং টেলিফটো সেনসর এবং একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে।
7/10
এছাড়াও শাওমি ১৩ প্রো ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
8/10
শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির 2K OLED ডিসপ্লে যেখানে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
9/10
শাওমি ১৩ সিরিজের এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে একটি ৪৮২০ এমএএইচব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
10/10
শাওমি ১৩ ফোনের স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩ এবং এনএফসি সাপোর্ট। ছবি সূত্র- ট্যুইটার।
Sponsored Links by Taboola