Assembly Election Result 2023: তিন রাজ্যে উড়ল গেরুয়া ধ্বজা, লাড্ডু খাইয়ে, ঢাক, ঢোল বাজিয়ে জয়ের উদযাপন

BJP Celebration: লোকসভা ভোটের আগে সেমিফাইনালে বিজেপির ছক্কা, আউট কংগ্রেস। ৪ রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই সিংহাসনে বিজেপি।

ফাইল ছবি

1/10
২০২৪ সালের মহাযুদ্ধের আগে মোদি-ম্যাজিক। লোকসভা ভোটের আগে বিজেপির জয়জয়কার। নরেন্দ্র মোদির ওপরেই পূর্ণ আস্থা হিন্দি বলয়ের।
2/10
চার রাজ্য়ের বিধানসভা ভোটের সেমিফাইনালে তিন রাজ্যেই বিজেপির ছক্কা, আউট কংগ্রেস।
3/10
ভোটের ফল সামনে আসতেই তিন রাজ্য তো বটেই দেশজুড়ে উৎসব বিজেপি নেতা কর্মীদের।
4/10
৫ বছরেই রাজস্থান, ছত্তীসগঢ়ে ধূলিসাৎ কংগ্রেস। ১৬ বছর পরও মধ্যপ্রদেশের পছন্দ বিজেপি। কমলনাথের রাজ্যে ফের ফুটল বিজেপির কমল।
5/10
মোদি-ঝড়ে ৩ রাজ্যে দাঁড়াতেই পারল না কংগ্রেস। কংগ্রেসের প্রাপ্তি বলতে শুধু তেলঙ্গানা।
6/10
লোকসভা ভোটের আগে তিন রাজ্য জয়ে উজ্জীবিত গেরুয়া শিবির।
7/10
জয়ের খবর সামনে আসতেই শঙ্খ বাজাচ্ছেন এক বিজেপি কর্মী।
8/10
মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের জয়পুর, জয়ের ট্রেন্ড স্পষ্ট হতেই দিকে দিকে শুরু হয়ে যায় গেরুয়া শিবিরের উচ্ছ্বাস।
9/10
ঢাক, ঢোল বাজিয়ে জয়ের উদযাপন শুরু হয়ে যায়।
10/10
লোকসভা ভোটের আগে এবার তিনটি হারা রাজ্যেই ক্ষমতা দখলের পথে গেরুয়া শিবির।
Sponsored Links by Taboola