BJP Brigade Rally: ব্রিগেড থেকে বিজেপির মেগা প্রচার, মেনুতে ভাত-বাঁধকপি, মাংস
আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদূর-দূরান্তের জেলা থেকে ট্রেনে-বাসে করে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ময়দানের ধার দিয়ে উনুন জ্বালিয়ে চলছে রান্না। মেনুতে রয়েছে ভাত-বাঁধকপির তরকারি, এমনকী মাংসও।
শনিবার ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের কেন্দ্র ও রাজ্যের নেতারা। রবিবার মোদির কাছাকাছি যাঁরা আসবেন, এদিন মঞ্চের পাশে ক্যাম্প করে তাঁদের কোভিড টেস্ট করা হয়।
ব্রিগেড সমাবেশকে বর্ণময় করে তোলার চেষ্টা। মোদির মুখোশ পরে প্রস্তুত বিজেপি কর্মী-সমর্থকরা। মুখে ভারতমাতা কি জয় ধ্বনি।
মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে কর্মী-সমর্থকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত বাসে করে আসছেন কর্মী-সমর্থকরা। পার্টি অফিসের সামনে থেকে ছোট ছোট মিছিল করে ব্রিগেডের পথে রওনা দিচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ থেকে ব্রিগেডে আসার জন্য ২৪ কামরার একটি ট্রেনও ভাড়া করেছে বিজেপি।
বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া এই ৩ জায়গা থেকে আজ ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের বড় মিছিল।
দুপুর ১টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মোদির পাশাপাশি আজ ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও।
বিজেপির মেগা সমাবেশ উপলক্ষে শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী, অমিত শা ও জে পি নাড্ডার ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। থাকছে ২০টি জায়ান্ট স্ক্রিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -