Panchayat Elections 2023: ভোটে অবাধ সন্ত্রাস, প্রতিবাদে কমিশনের দফতরের সামনে BJP-র বিক্ষোভ
BJP Agitation at WB EC ভোটে অবাধ সন্ত্রাস। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ। রাস্তায় বসে প্রতিবাদ।
ভোটে অবাধ সন্ত্রাস, প্রতিবাদে কমিশনের দফতরের সামনে BJP-র বিক্ষোভ
1/11
ভোটে অবাধ সন্ত্রাস। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ। রাস্তায় বসে প্রতিবাদ।
2/11
এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মীরা। রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন সজল ঘোষ।
3/11
ভোটের পরেও রণক্ষেত্র মুর্শিদাবাদ। সালার থেকে সামশেরগঞ্জ, মুহুর্মুহু বোমাবাজি। তৃণমূল ও নির্দলদের মধ্যে এলাকা দখল ঘিরে সংঘর্ষ। বন্দুক হাতে দাপাদাপি।একের পর এক বুথে ব্যালট লুঠ।
4/11
পাশাপাশি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তুলকালাম হয়। এসইউসিআই কর্মীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
5/11
দোকান থেকে বের করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত।
6/11
পুনর্নির্বাচনের দাবিতে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পরপর গাড়ি ভাঙচুর, আগুন। বিক্ষোভ। এত মৃত্যুতেও রেহাই নেই। ভোট মিটতেই ফের সন্ত্রাস।
7/11
মিনাখাঁ, রানাঘাটে আক্রান্ত বিজেপি। মধ্যমগ্রামে আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ভাঙচুর, লুঠপাটের অভিযোগ।
8/11
নির্দল প্রার্থীর (Independent Candidate) বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি।
9/11
নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর।
10/11
ভোটলুঠ,সন্ত্রাস,খুন। প্রতিবাদে মালদা-মুর্শিদাবাদ-দুর্গাপুরে পথ অবরোধ কংগ্রেসের। নওদায় নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে অধীর।ভোটের পরেও সন্ত্রাস।
11/11
হাসনাবাদে বুথ দখল করতে এলে বিরোধীদের প্রতিরোধ। বাইক ভাঙচুর, আগুন। পাল্টা বোমাবাজি দুষ্কৃতীদের। আমডাঙায় ভোট-পরবর্তী সন্ত্রাস।
Published at : 09 Jul 2023 06:02 PM (IST)