Panchayat Elections 2023: ভোটে অবাধ সন্ত্রাস, প্রতিবাদে কমিশনের দফতরের সামনে BJP-র বিক্ষোভ
ভোটে অবাধ সন্ত্রাস। প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ। রাস্তায় বসে প্রতিবাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মীরা। রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন সজল ঘোষ।
ভোটের পরেও রণক্ষেত্র মুর্শিদাবাদ। সালার থেকে সামশেরগঞ্জ, মুহুর্মুহু বোমাবাজি। তৃণমূল ও নির্দলদের মধ্যে এলাকা দখল ঘিরে সংঘর্ষ। বন্দুক হাতে দাপাদাপি।একের পর এক বুথে ব্যালট লুঠ।
পাশাপাশি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তুলকালাম হয়। এসইউসিআই কর্মীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
দোকান থেকে বের করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ভোটপর্ব মেটার পরেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তি অব্যাহত।
পুনর্নির্বাচনের দাবিতে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পরপর গাড়ি ভাঙচুর, আগুন। বিক্ষোভ। এত মৃত্যুতেও রেহাই নেই। ভোট মিটতেই ফের সন্ত্রাস।
মিনাখাঁ, রানাঘাটে আক্রান্ত বিজেপি। মধ্যমগ্রামে আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ভাঙচুর, লুঠপাটের অভিযোগ।
নির্দল প্রার্থীর (Independent Candidate) বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি।
নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর।
ভোটলুঠ,সন্ত্রাস,খুন। প্রতিবাদে মালদা-মুর্শিদাবাদ-দুর্গাপুরে পথ অবরোধ কংগ্রেসের। নওদায় নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে অধীর।ভোটের পরেও সন্ত্রাস।
হাসনাবাদে বুথ দখল করতে এলে বিরোধীদের প্রতিরোধ। বাইক ভাঙচুর, আগুন। পাল্টা বোমাবাজি দুষ্কৃতীদের। আমডাঙায় ভোট-পরবর্তী সন্ত্রাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -