CAA Celebration: সিএএ কার্যকর হতেই আহিরীটোলা ঘাট-সহ একাধিক জায়গায় উদযাপন
লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ (CitizenshipAmendmentAct)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই খবর প্রকাশ্যে আসতেই উদযাপনের ছবি দেখতে পাওয়া গেল ঠাকুরনগর, আহিরীটোলা ঘাট -সহ একাধিক জায়গায়।
ঢাক, ঢোল, নানা বাদ্য যন্ত্র নিয়ে আনন্দে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থক-সহ আরও অনেকেই।
আজই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর।
কাল থেকেই সিএএ-নিয়ে করা যাবে আবেদন। এমন আবহে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেছেন, বলেছেন, 'মোদির গ্যারান্টি মানে, প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী। মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যাক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হল।'
নাগরিকত্ব সংশোধনী আইনের, নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে, সন্ধ্যায় ট্যুইট করেন বিরোধী দল নেতা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করে দেশজুড়ে সিএএ কার্যকর হওয়া নিয়ে জানিয়েছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, যে এটা রুলস-রেগুলেশন কার্যকর হয়ে যাবে। তো চালু হয়ে গিয়েছে। আমরা যা বলি, তাই করি।'
সিএএ কার্যকর হতেই মমতাকে খোঁচা সুকান্তর। তিনি বলেন, কারওই এতে সমস্যা নেই। সবাই আনন্দে মেতেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ঘুম আসছে না। এটাই সমস্যা ওনার।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -