Assembly Elections 2023: কড়া নিরাপত্তায় চলছে ভোট, ছত্তীসগঢ়ের মাও অধ্যুষিত এলাকায় ৬০ হাজার আধাসেনা-পুলিশ মোতায়েন
Chhattisgarh Mizoram Assembly Elections: আজ ছত্তীসগঢ় ও মিজোরামে বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র ছত্তীসগঢ়েই দু’দফায় ভোট হচ্ছে।
বেলা বাড়তেই ছত্তীসগঢ় ও মিজোরামে বিধানসভা নির্বাচনে লম্বা লাইন
1/10
ছত্তীসগঢ়ের ২০টি বিধানসভা আসন ও মিজোরামে আজ বিধানসভা ভোট (Chhattisgarh Mizoram Assembly Elections 2023)।
2/10
বছর শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন লোকসভা ভোটের আগে সেমি ফাইনাল ম্যাচ।
3/10
আজ ছত্তীসগঢ় ও মিজোরামে বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র ছত্তীসগঢ়েই দু’দফায় ভোট হচ্ছে।
4/10
প্রথম পর্যায়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বিজাপুর, দান্তেওয়াড়া, আন্তাগড়, কাঙ্কের-সহ ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
5/10
ছত্তীসগঢ়ে প্রথম দফার নির্বাচনে ২৫ জন মহিলা-সহ ২২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার।
6/10
ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস।
7/10
ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস।
8/10
বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্য়ান্য় দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।
9/10
মিজোরামেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫।
10/10
মিজোরাম একমাত্র রাজ্য যেখানে বিধানসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বা বিজেপি নয়। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।
Published at : 07 Nov 2023 10:25 AM (IST)