Assembly Elections 2023: কড়া নিরাপত্তায় চলছে ভোট, ছত্তীসগঢ়ের মাও অধ্যুষিত এলাকায় ৬০ হাজার আধাসেনা-পুলিশ মোতায়েন
ছত্তীসগঢ়ের ২০টি বিধানসভা আসন ও মিজোরামে আজ বিধানসভা ভোট (Chhattisgarh Mizoram Assembly Elections 2023)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছর শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন লোকসভা ভোটের আগে সেমি ফাইনাল ম্যাচ।
আজ ছত্তীসগঢ় ও মিজোরামে বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র ছত্তীসগঢ়েই দু’দফায় ভোট হচ্ছে।
প্রথম পর্যায়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বিজাপুর, দান্তেওয়াড়া, আন্তাগড়, কাঙ্কের-সহ ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ছত্তীসগঢ়ে প্রথম দফার নির্বাচনে ২৫ জন মহিলা-সহ ২২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার।
ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস।
ভোট-সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস।
বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্য়ান্য় দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।
মিজোরামেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫।
মিজোরাম একমাত্র রাজ্য যেখানে বিধানসভা ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বা বিজেপি নয়। ২০১৮-য় ১০ বছরের কংগ্রেস-শাসনের অবসান ঘটিয়ে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -