Mamata Banerjee:চেনা মেজাজে বিজেপিকে আক্রমণ, কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রীর নানা মুহূর্ত
একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসভার সাক্ষী থাকল কোচবিহার। এর মধ্যে মাথাভাঙার গুমানির হাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির ঘটনা থেকে বিজেপি-নির্বাচন কমিশন যোগের অভিযোগ, একাধিক ইস্যুতে সেখান থেকে চেনা মেজাজে আক্রমণ শানাতে দেখা গেল তৃণমূলনেত্রীকে। পাশে দেখা গেল জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াকে। (ছবি:Mamata Banerjee Facebook)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট জনতার সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' যার বিয়ে তিনিই পুরোহিত, সেদিকে তাকিয়ে দেখে না। মারলেও দোষ নেই, এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এজেন্সি থেকে মুক্তি নাও।' (ছবি:Mamata Banerjee Facebook)
শীতলকুচির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে বর্তমানে বীরভূমে বিজেপির প্রার্থীকে আক্রমণ শানান। বলেন, 'যে লোকটির নির্দেশে হয়েছিল... তাঁর বিরুদ্ধে সরকারের দুটো DP চলছে। ভিজিল্যান্স পরিষ্কার হয়নি। কিন্তু ভারতবর্ষের সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইন কানুন কিছু মানে না।' (ছবি:Mamata Banerjee Facebook)
শুরু থেকে শেষ পর্যন্ত, বৃহস্পতিবার চেনা মেজাজেই দেখা যায় তৃণমূলনেত্রীকে। আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ থেকে ১০০ দিনের কাজের মজুরিবৃদ্ধি, নানা ইস্যুতেই তোপ দাগেন বিজেপি সরকারের বিরুদ্ধে। (ছবি:Mamata Banerjee Facebook)
এদিন, কোচবিহারের জনসভার পর জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবন মাঠে আরও একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী। বঞ্চনার অভিযোগ থেকে সিএএ-এনআরসি নানা বিষয়ে বক্তব্য রাখতে শোনা যায় তাঁকে। (ছবি:Mamata Banerjee Facebook)
কোচবিহারের জনসভা থেকে নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও আক্রমণ করেন তিনি। বলেন, 'আপনাদের একজন বাবুর বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, বিজেপি-র কাছে আজ সম্পদ হয়েছে।' (ছবি:Mamata Banerjee Facebook)
সঙ্গে আরও বলেন, ' আমি শুনেছি, ও কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে! ভিডিওটা চেয়ে পাঠিয়েছি আমি। চার-পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কয়েক দিন আগে উদয়ন গুহের গাড়িতে হামলা করেছে।' (ছবি:Mamata Banerjee Facebook)
নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ-র মধ্যে 'অশান্তি' গত বেশ কয়েকমাস ধরে শিরোনামে এসেছে। কয়েকদিন আগেই উদয়ন গুহর গাড়িতে হামলা চালানোর ঘটনায় নাম শোনা যায় নিশীথ প্রামাণিকের। (ছবি:Mamata Banerjee Facebook)
বিএসএফ নিয়ে বিজেপি প্রার্থীরা এবারও ভয় দেখাতে পারেন বলে এদিন সতর্ক করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তবে পরে বলেন, 'মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব।' (ছবি:Mamata Banerjee Facebook)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -