Hiran Chatterjee : ''কম দামের পাঞ্জাবি, আড়াইশো টাকার জুতো পরি', ভোটের প্রচারে দেবকে আক্রমণ হিরণের
ঘাটালে দু'বারের সাংসদ দেব। ২০১৯ সালে কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পরাজিত করেন তিনি। ঘাটাল জয় করতে এবার দেবের বিপরীতে অভিনেতা-বিধায়ক হিরণকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘাটালে নির্বাচনের বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বার বার সোচ্চার হয়েছে তৃণমূল সরকার। তৃণমূলের দাবি , কেন্দ্র না করলে, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। হিরণের দাবি, তৃণমূলের ব্যর্থতাতেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি।
বিধায়ক হিসেবে দেবের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এবার ঘাটালে দেবের বিরুদ্ধেই প্রার্থী তিনি। হাতিয়ার, সেই দুর্নীতির অভিযোগ। হিরণ বললেন, 'আগের সাংসদ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে মানুষের। কাজের ক্ষেত্রে বৈষম্য হয়েছে দুর্নীতি হয়েছে ঘাটালে'
চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। মুম্বইয়ের প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে প্রথমে অভিনেতা ও পরে রাজনেতা হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না হিরণ চট্টোপাধ্যায়ের কাছে।
লড়াইয়ের ময়দানে পিছপা হননি। লোকসভা ভোটে তাঁর নতুন চ্যালেঞ্জ ঘাটাল। দেবকে হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী।
যদিও তিনি বলছেন, আমি তারকা প্রার্থী নই। দেব নিজেকে তারকা সাংসদ ভাবে। আমার পোশাকে কোথাও তারকার চিহ্ন নেই।
হিরণের দাবি, কম দামের পাঞ্জাবি পরি। আড়াইশো টাকার জুতো পরি । নিজেকে তারকা প্রার্থী ভাবতে চান না 'নবাব নন্দিনী'-র নবাব।
মুম্বইতে হিরণের প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে।
কিছু বছর পরে আবার পেশা পরিবর্তন। অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন হিরণ চট্টোপাধ্যায়। ২০২১ সালে বিজেপিতে যোগদান করার পর মেলে খড়পুর বিধানসভা আসনে লড়াইয়ের টিকিট। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারকে ৩ হাজার ৭৭১ ভোটে পরাজিত করেন বিজেপির তারকা প্রার্থী।
২০২২ সালে খড়গপুর পুরসভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন। বিধায়ক থেকে এবার সাংসদ হওয়ার লড়াই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -