Dol Utsav 2024: বসন্ত উৎসবে চুটিয়ে ব্যাটিং কুণালের, ভোটের প্রচারের মাঝেই আবিরে মাতলেন তাপস
দোলের দিন সব রং মিলে-মিশে একাকার। লোকসভা ভোটের প্রচার সারার ফাঁকে দোলের উৎসবে সামিল হয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়ের।
সুকিয়া স্ট্রিটে নিজের পাড়ায় দোল উৎসবে মাতলেন কুণাল ঘোষ।
কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সকলের সঙ্গে মিলে আবির খেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
এদিন রঙের উৎসবে মাতলেন তাপস রায়।
তাপস রায় বলেন, রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তার তো কোনও বাধা নেই। রংবাজির রাজনীতি বন্ধ হোক। আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া।
বসন্ত উৎসবে প্রতিবারের মতোই মেতে উঠলেন শোভনদেব।
এদিন বউবাজারের বাড়ির নীচে প্রথমে প্রধানমন্ত্রীর ছবিতে আবির মাখালেন তাপস রায়।
আমরা সবাই তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোই লক্ষ্য।উত্তর কলকাতায় তাপস রায়কে প্রার্থী করা নিয়ে তাঁর মনে কোনও ক্ষোভ নেই, জানালেন বিজেপি নেতা সজল ঘোষ
পিছন থেকে ছবি সরিয়ে দিলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও অস্তিত্বই নেই, মন্তব্য সজল ঘোষের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -