Mamata Speech Highlights: কেন্দ্রকে তোপ, কাজের খতিয়ান, নির্বাচনী সভা থেকে আর কী বললেন মমতা?
দিনহাটা থেকে নাটাবাড়ি, নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে তোপ দাগতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কাজের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। মমতা বলেন, মে মাস থেকে বাড়ি বাড়ি রেশন দেওয়া হবে। মহিলাদের ৫০০-১০০০ টাকা হাত খরচা দেব। নিজের মতো করে চলবেন। কৃষকরা একরপ্রতি ৫০০০ পান। আগামীদিনে ১০,০০০ দেব। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশে লোক বসাচ্ছে ইলেকশন কমিশন। পরশু নন্দীগ্রামে দেখলাম, বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে মানুষের উপর অত্যচার করেছে। তাণ্ডব করেছে। সঙ্গে ছিল আমাদের কিছু গদ্দার। আপনাদের এখানেও করবে। ছবি সৌজন্যে- পিটিআই
ইলেকশন কমিশনকে বলে বিজেপির লোককে পুলিশের দায়িত্বে দেওয়া হয়েছে। এসপি, বিডিও, সব চেঞ্চ করছে। বিজেপি-হোম মিনিস্টারের দালালি করছে। অমিত শাহর কথায় চলচে। আমায় চিঠি পাঠাতে পার। আর কিছু করতে পারবে না। ছবি সৌজন্যে- পিটিআই
মমতার অভিযোগ, অসমে ভোট হচ্ছে, ওখানে পুলিশ ভোট দিচ্ছে, কেন্দ্রের পুলিশ। ছবি সৌজন্যে- পিটিআই
মমতার কথায়, সাড়ে নশো টাকা গ্যাসের দাম। কেরোসিন মিলছে না। এক হাজার টাকার গ্যাস কিনে চাল ফোটাবেন। তার থেকে বিজেপিকে ফুটিয়ে দিন। কাল ঘোষণা করেছিল ব্যাঙ্কের ঋণ কমছে। কেউ হয়তো বলছে ইলেকশন চলছে। তখন বলেছে, এখন নয় তাহলে এক মাস পর করা হবে। ছবি সৌজন্যে- পিটিআই
কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, গুরুচাঁদ-হরিচাঁদের বাংলাদেশে জন্ম হলেও, কেউ দেখেনি। বড়মা অসুস্থ হলে, তাঁকে নার্সিংহোমে ভর্তি করেছি। কে জানতো ওদের? কে চিনতো? উন্নয়ন করে দিয়েছি। স্টেশন, কলেজ, স্টেডিয়াম, রাস্তা করে দিয়েছি। ছবি সৌজন্যে- পিটিআই
মমতা বলেন, জাতপাত-নিয়ে রাজনীতি করি না। পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় করেছি। সেখানে মুর্তি করেছি। রাজবংশী উন্নয়ন পর্ষদ তৈরি করেছি। ৫০০ রাজবংশী শিল্পীদের ইন্সট্রুমেন্ট দিয়েছি। রাজবংশী ভাষায় কবিতা লিখেছি। মনে রাখবেন, বংশীবদনরা পঞ্চনন বর্মার বাড়ি মিউজিয়াম তৈরি করতে। করে দিয়েছি। ২০০ স্কুল রাজবংশী স্কুল তৈরি করেছি। কামতাপুরী স্কুল তৈরি করে দেব। ছবি সৌজন্যে- পিটিআই
মমতার প্রশ্ন, বিএসএনএল এর টাকা গেল কোথায়? পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, না হলে বাংলো ছাড়, ভারতবর্ষ থেকে বিদায় নিতে হবে। ছবি সৌজন্যে- পিটিআই
দিল্লিতে হোম মিনিস্টার বসে আছে, কিছু ছাড়ে না দাঙ্গা ছাড়া। সিবিআই, ইডি ঘরে ঢোকাচ্ছে। ইলেকশনের সময় কেন? স্ট্যালিনের ঘরে পাঠাচ্ছে? প্রশ্ন মমতার। ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -