BJP Brigade Rally: মোদির মুখোশ থেকে গোপাল ভাঁড়ের সাজ, ঢোল-তাসা পার্টি-মোদির সমাবেশে রঙিন ব্রিগেড
মোদির সমাবেশে রঙিন ব্রিগেড
1/11
ব্রিগেড আজ মোদি-ময়।
2/11
দূর-দূরান্তের জেলা থেকে ট্রেনে, বাসে করে কলকাতায় আসছেন বিজেপি কর্মী-সমর্থকরা
3/11
আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
4/11
ভোরের আলো ফুটতেই ব্রিগেডে ভিড় জমাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বেলা যত বাড়ছে, বাড়ছে ভিড়।
5/11
image 5
6/11
মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে ঢোল আর তাসা পার্টি নিয়ে ব্রিগেডের সভায় এসেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
7/11
সকালে শান্তিপুর লোকালে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কেউ সেজেছেন হনুমান, কেউ আবার গোপাল ভাঁড়।
8/11
মোদির মুখোশ পরে মিছিল বিজেপি সমর্থকদের
9/11
ব্রিগেড রওনা হওয়ার আগে উৎসবের মেজাজে
10/11
বিভিন্ন জেলা থেকে ব্রিগেডের পথে।
11/11
উৎসাহ উদ্দীপনায় ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকরা
Published at : 07 Mar 2021 11:14 AM (IST)