Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Memes: ট্রেন্ডিং 'লাই লাইক মোদি', সোশ্যাল মিডিয়া ভরল মিমে
ট্যুইটারে ভাইরাল লাই লাইক মোদি হ্যাশট্যাগ। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ট্রোল মিমে। নেপথ্যে নরেন্দ্র মোদির বাংলাদেশ থেকে দেওয়া একটি ভাষণ! বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে মোদি বলেন, 'বাংলাদেশের ভাই-বোনেরা, সমস্ত তরুণ-তরুণীদের আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই। গর্বের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের আন্দোলনগুলির মধ্যেও একটি। আমার বয়স তখন ২০-২২ বছর। আমি ও আমার কয়েকজন সঙ্গী বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে গ্রেফতারও হতে হয়েছিল আমায়। জেলে যেতে হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য যত ছটফটানি এ দেশের লোকেদের ছিল, ততটাই ছটফটানি ওপারে ভারতেও ছিল। পাকিস্তানের সেনাবাহিনির অকথ্য আর নৃশংস অত্যাচারের ছবি এখনও চোখে ভাসছে। সেই বীভৎসতা দেখে রাতে ঘুমোতে পারতাম না।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফটোশপ করে বিভিন্ন ইতিহাসিক ঘটনার ছবিতে বসানো হয়েছে মোদির ছবি। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ছবিতে কপিল দেবের ছবির পাশে এডিট করে বসানো হয়েছে নরেন্দ্র মোদির ছবি। ছবি সৌজন্যে - smishdesigns
প্রথম চন্দ্রাভিযানের ছবিতে নীল আমস্ট্রং এর এডিট করে বসানো হয়েছে মোদির ছবি। সেই সঙ্গে লেখা হয়েছে, নীল আমস্ট্রংকে চন্দ্রাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এই ছবিটি ট্যুইটারে শেয়ার করেছেন Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন
আ্যামিবা নিয়ে মোদির মুখে বসানো হয়েছে মজার সংলাপ। ছবি সৌজন্যে - ফেসবুক
গাঁধীর ডান্ডি অভিযানের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে ট্যুইটারে। সেখানে দেখা যাচ্ছে, গাঁধীজিকে টেনে নিয়ে যাচ্ছে একটি শিশু। ক্যাপশানে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই শিশুটিই নরেন্দ্র মোদি। ছবি সৌজন্যে: M.M.Furqan baig
ফটোশপে এডিট করে দেখানো হয়েছে সুয়েজ ক্যানেল সমস্যার সমাধান করছেন মোদি। ছবি সৌজন্যে: Amandeep Singh
মোদিকে 'আন্দোলনজীবী' বলে দাবি করা হয়েছে কার্টুনটিতে। ছবি সৌজন্যে: ফেসবুক
'আমি আগুন ও চাকা আবিষ্কার করেছি', এমন ক্যাপশানেই ভাইরাল হয়েছে মোদির মিমটি। ছবি সৌজন্যে: Lik Likoliya
'রাম-রাবণের যুদ্ধে সাহায্য করেছিলেন মোদি ও তাঁর বন্ধুরা'। ফটোশপে এডিট করা এই ছবিটি ব্যবহার করা হয়েছে মিম হিসাবে। ছবি সৌজন্যে: Chetan Krishna
জ্যাক নয়, টাইটানিক ছবির গল্পে রোজকে বাঁচিয়েছিলেন নরেন্দ্র মোদি! এডিট করে এই ছবিটি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গ টানা হয়েছে বেটি বাঁচাও অভিযানেরও । ছবি সৌজন্যে: Syed Tausif
গাঁধীজির আন্দোলনের ছবিতে এডিট করে বসানো হয়েছে বিজেপি নেতা নেত্রীদের মুখ। ছবি সৌজন্যে: ট্যুইটার
মহেঞ্জোদরোর যুগের এক কুমিরের সঙ্গে লড়াই করছেন নরেন্দ্র মোদি। ভাইরাল হয়েছে এই মিমটিও। ছবি সৌজন্যে: ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -