Holi 2021: রং খেলার আগে কী ভাবে যত্ন নেবেন ত্বক ও চুলের? জেনে নিন
করোনা আবহেই ফের একবার দোল উৎসব ৷ রবিবার এবং সোমবার দোল বা হোলি খেলার আগে কোভিড সংক্রান্ত বিধি অবশ্যই মেনে চলুন ৷ পাশাপাশি খারাপ রং থেকে নিজের ত্বক ও চুলকে বাঁচাতে বেশ কয়েকটি উপায় জেনে নিন ৷ Photo: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১. রং খেলতে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন ৷ ত্বক রুক্ষ হলে প্রথমে সানস্ক্রিন লাগিয়ে তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ৷ Photo: PTI
২. রং খেলার সময়েই ত্বক এবং চুলের থেকে মাঝে মাঝে রং তুলে নিন ৷ খেলা হয়ে গেলে প্রথমে ত্বকে ক্রিম বা তেল লাগান ৷ তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলার পর আবার ক্রিম লাগিয়ে নিন ৷ Photo: PTI
৩. রং খেলার পর নখ ঠিকমতো পরিষ্কার করা খুবই প্রয়োজন ৷ অলিভ অয়েলে নখ চুবিয়ে তারপর মোটা করে নেল পলিশ লাগিয়ে নিন ৷ Photo: PTI
৪. মনে রাখবেন রং তোলার সময় চুল এবং ত্বকের অত্যাচার করবেন না ৷ ধীরে ধীরেই রং উঠবে ৷ তাই সঠিক পদ্ধতি মেনে রং তুলুন ৷ তাতে আপনারই ত্বক ভাল থাকবে ৷ Photo: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -