Gujarat Elections Result 2022:জামনগর উত্তর থেকে জয়ী রিভাবা জাডেজা! কে তিনি?
গুজরাতের জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছেন রিভাবা জাদেজা। প্রচারের সময় থেকেই তাঁকে নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে। কিন্তু কেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেট দলের সদস্য রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন।
তার আগে 'করনি সেনা'-র মহিলা শাখার প্রধান ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রিভাবা।
তাৎপর্যপূর্ণভাবে তিনি বিজেপির চিহ্নে লড়লেও তাঁর শ্বশুরবাড়ির একাধিক সদস্য কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক রিভাবা ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবীন্দ্র জাডেজাকে বিয়ে করেন ২০১৬ সালে।
দম্পতির নিধন্যা নামে এক কন্যাসন্তানও রয়েছে।
প্রচারের সময় স্বামীর কথা একাধিক বার শোনা যায় জামনগর উত্তর কেন্দ্রের সদ্য জয়ী বিজেপি প্রার্থীর মুখে।
স্ত্রীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ক্রিকেটার স্বামীও। এবার গুজরাতে দরাজ হাতে বিজেপিকে সমর্থন করেছেন সাধারণ মানুষ। জিতেছেন রিভাবাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -