Srabanti joining BJP pics: মুখ্যমন্ত্রীকে সম্মান করি, কিন্তু রাজ্যের পরিবর্তন দরকার: শ্রাবন্তী
যশ, হিরণ, পায়েলের পর বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন শ্রাবন্তী। ভোটের আগে গেরুয়া ও সবুজে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে টলিউড। এবার রাজনীতির আঙিনায় পা রাখলেন শ্রাবন্তীও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি। আমারও দায়িত্ব রয়েছে মানুষদের জন্য কিছু কাজ করার। ভারতীয় জনতা পার্টি আমায় দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছেন, এতে আমি আপ্লুত।’
শ্রাবন্তী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় আমি অনুপ্রাণিত। তিনি দেশের জন্য যা যা করছেন সেটা বলার জন্য আমি খুব ক্ষুদ্র। আমিও চাইছি তাঁর সঙ্গে থেকে দেশের জন্য কিছু করতে।’
পেশায় সৈনিক ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাবা। অভিনেত্রী বলছেন, ‘বাবা সবসময় আমায় বলতেন, তোকে কেবল রাজ্যের জন্য না, দেশের জন্য কিছু করতে হবে। ছোটবেলায় বাবাকে দেখতাম আর্মির পোশাকে। সেটার আলাদা একটা তেজ ছিল। বাবার শিক্ষাতেই দেশকে সেবার শিক্ষা পেয়েছি।’ বাংলাকে সোনার বাংলা করার ডাকও শোনা যায় শ্রাবন্তীর মুখে।
অতীতে একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। যদিও তিনি আজ বলেন, ‘দল সিদ্ধান্ত নেবে কার বিপরীতে আমি নির্বাচনে লড়ব বা আদৌ লড়ব কিনা। আর আমার মোহভঙ্গ হয়নি, রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছি।’ সেইসঙ্গে টলিউডের রাজনৈতির যোগের জল্পনাও উড়িয়েছেন শ্রাবন্তী।
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘দিদিকে সবসময় সম্মান করি। কন্যাশ্রীর মঞ্চে আমার সঙ্গে আমার আরও সহকর্মীরা ছিলেন। কিন্তু বাংলার এখন পরিবর্তনের দরকার।’
শ্রাবন্তী আরও বলেন, ‘নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। দলের সঙ্গে কথাবার্তা চলছে। দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেব। রূপোলি পর্দায় ক্লাস ১০-এ প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করা সহজ ছিল না। আর এটা আমার নতুন যাত্রা। সাফল্যের জন্য সবার আশীর্বাদ চাই।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -