Aditi Munshi Pics: তৃণমূলে 'রাইকিশোরী' অদিতি মুন্সি, কেমন তাঁর ব্যক্তিগত জীবন?

অদিতি

1/10
তাঁর ইউএসপি ছিল কীর্তন। রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে উত্থান। এরপর ছবিতে প্লেব্যাকের সুযোগ। অদিতি মুন্সি। আজ তৃণমূলে যোগ দেওয়ার পর ফের শিরোনামে তিনি।
2/10
২০১৫ সালে রিয়েলিটি শো-র মঞ্চ থেকে অদিতির উত্থান। প্রথম থেকেই দর্শকদের কাছে অদিতি প্রিয় হয়ে যান তাঁর ভিন্ন ধারার গানের জন্য। রিয়েলিটি শো-এর মঞ্চে কীর্তন আঙ্গিককে তুলে ধরেন তিনি।
3/10
টেলিভিশনের পর্দায় অদিতির নাম হয়ে যায় 'রাইকিশোরী'। কৃষ্ণভক্ত অদিতি মঞ্চে এসে গান শুরুই করতেন দেবতাকে স্মরণ করে।
4/10
এরপর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন অদিতি। পাত্র কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।
5/10
মঞ্চে অন্যান্য গানের পাশাপাশি সমান জনপ্রিয়তা পায় 'রাইকিশোরী'-র 'হরি বোল'। বিভিন্ন অনুষ্ঠানে তুমুল জনপ্রিয়তা তাঁকে এনে দেয় বড় কাজের সুযোগ।
6/10
শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'গোত্র' তে প্লেব্যাক গান করেন অদিতি। শ্রীকৃ্ষ্ণ কীর্তন মন দয় করেছিল অনুরাগীদের।
7/10
আজ তৃণমূল ভবনে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। জানান, মানুষের মুখে হাসি ফোটাতেই দলে যোগদান করেন তিনি।
8/10
আজ তৃণমূল ভবনে বসেই তিনি গেয়ে ওঠেন, 'তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না'
9/10
অদিতির শ্বশুরবাড়ির তৃণমূল যোগ ছিল আগেই। এবার একেবারে সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন অদিতি মুন্সি
10/10
ছবি সৌজন্যে: অদিতি মুন্সির ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola