Aditi Munshi Pics: তৃণমূলে 'রাইকিশোরী' অদিতি মুন্সি, কেমন তাঁর ব্যক্তিগত জীবন?
তাঁর ইউএসপি ছিল কীর্তন। রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে উত্থান। এরপর ছবিতে প্লেব্যাকের সুযোগ। অদিতি মুন্সি। আজ তৃণমূলে যোগ দেওয়ার পর ফের শিরোনামে তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সালে রিয়েলিটি শো-র মঞ্চ থেকে অদিতির উত্থান। প্রথম থেকেই দর্শকদের কাছে অদিতি প্রিয় হয়ে যান তাঁর ভিন্ন ধারার গানের জন্য। রিয়েলিটি শো-এর মঞ্চে কীর্তন আঙ্গিককে তুলে ধরেন তিনি।
টেলিভিশনের পর্দায় অদিতির নাম হয়ে যায় 'রাইকিশোরী'। কৃষ্ণভক্ত অদিতি মঞ্চে এসে গান শুরুই করতেন দেবতাকে স্মরণ করে।
এরপর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন অদিতি। পাত্র কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।
মঞ্চে অন্যান্য গানের পাশাপাশি সমান জনপ্রিয়তা পায় 'রাইকিশোরী'-র 'হরি বোল'। বিভিন্ন অনুষ্ঠানে তুমুল জনপ্রিয়তা তাঁকে এনে দেয় বড় কাজের সুযোগ।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'গোত্র' তে প্লেব্যাক গান করেন অদিতি। শ্রীকৃ্ষ্ণ কীর্তন মন দয় করেছিল অনুরাগীদের।
আজ তৃণমূল ভবনে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। জানান, মানুষের মুখে হাসি ফোটাতেই দলে যোগদান করেন তিনি।
আজ তৃণমূল ভবনে বসেই তিনি গেয়ে ওঠেন, 'তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না'
অদিতির শ্বশুরবাড়ির তৃণমূল যোগ ছিল আগেই। এবার একেবারে সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন অদিতি মুন্সি
ছবি সৌজন্যে: অদিতি মুন্সির ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -