Deblina Hembram: হাতে নগদ ৫ হাজার টাকা, জানেন দেবলীনা হেমব্রমের সম্পত্তির পরিমাণ?
বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী ছিলেন। তিনবারের বিধায়ক। বারবার ব্রিগেড মাতিয়ে দেওয়া দেবলীনা হেমব্রমকে ফের রানিবাঁধে প্রার্থী করেছে সিপিএম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজঙ্গলমহলের এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। ২৭ মার্চ, শনিবার বাঁকুড়ার এই বিধানসভা আসনে ভোট ৷ যেখানে দেবলীনা হেমব্রমের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জ্যোৎস্না মান্ডি ও বিজেপির ক্ষুদিরাম টুডু।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা ৮ মার্চ মনোনয়ন জমা দেন। হলফনামায় সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর হাত আছে নগদ ৫ হাজার টাকা ৷
হলফনামায় সিপিএম প্রার্থী জানিয়েছেন, তাঁর হাত আছে নগদ ৫ হাজার টাকা ৷ বাঁকুড়া জেলা সমবায় ব্যাঙ্কের রানিবাঁধ ও খাতড়া শাখায় আছে যথাক্রমে ১৭১৯ ও ৭৩৮ টাকা৷ বিমা ৩৮ হাজার ২৮০ টাকা ৷
ডাকঘরে তাঁর বিমা আছে ৩৮ হাজার ২৮০ টাকা ৷
সিপিএম প্রার্থীর আছে ২০ গ্রাম সোনার গয়না। যার দাম ৯৪ হাজার টাকা।
সব মিলিয়ে দেবলীনার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩৯ হাজার ৭৩৭ টাকা ৷
হলফনামায় রানিবাঁধের সিপিএম প্রার্থী জানিয়েছেন, যৌথ মালিকানায় তাঁর নামে থাকা স্থাবর সম্পত্তি বলতে ১৩০৬ বর্গফুটের একটি বাড়ি।
বাড়ির দাম প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা।
একটি চাষ জমি আছে দেবলীনার, যার বাজারদর দেড় লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -