Payel Sarkar Photos: কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার, সোনার বাংলা গড়ার কথা বলছেন পায়েল
বিজেপির তারকা প্রার্থী তিনি। গেরুয়া শিবিরে যোগদান করেই পেয়েছেন ভোটে লড়াইয়ের টিকিট। মঙ্গলবার টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পূর্ব বেহালা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন পায়েল।
হরিদেবপুরের মহাত্মা গাঁধী রোড দিয়ে পদযাত্রা করেন অভিনেত্রী।
প্রচারে বেড়িয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন। কখনও আবার ঢুকে পড়লেন রাস্তার পাশের দোকানে।
কারও দিকে বিজেপি প্রার্থী বাড়িয়ে দিলেন ভরসার হাত।
এক মহিলাকে আবার মাস্ক ঠিক করে পরিয়ে দিলেন।
রচারের ফাঁকে এবিপি আনন্দকে অভিনেত্রী বললেন, ‘মায়ের কাছে প্রার্থনা করলাম, সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক।'
পায়েল বললেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই মিলে একটা সুন্দর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখছি।'
পায়েল বলছেন, ‘মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছেন। মানুষের সঙ্গে এভাবে সরাসরি কথা বলতে পারা আমার কাছে একটা ভীষণ অন্যরকম অভিজ্ঞতা।’
বিজেপি তাঁকে প্রার্থী করায় শুরুতে বেশ চমকে গিয়েছিলেন পায়েল। এবিপি আনন্দকে আগেই বলেছিলেন সে কথা।
পায়েল বলেন, 'বেহালার সঙ্গে যোগাযোগ দীর্ঘদিনের। বেহালার ওপর দিয়ে শ্যুটিং করতে গিয়েছি। প্রচুর বন্ধু-বান্ধবের বাড়ি বেহালায়। সমস্ত রাস্তাঘাট চিনি।'
তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পায়েল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -