Rudranil Ghosh Trolled: 'গিরগিটি, এবার কোন দলে যাবেন?' ট্রোলড রুদ্রনীল ঘোষ
তিনি তারকা প্রার্থী। বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন। ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৌজন্য জানালেন রুদ্রনীল ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেটি। পোস্টে রুদ্রনীল তাঁর প্রতিদ্বন্দ্বীকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিককেও শুভেচ্ছা জানিয়েছেন রুদ্রনীল।
রুদ্রনীলের পোস্টের শেষে আর্জি, 'হারুক ক্ষমতার আস্ফালন আর গুণ্ডামি। জিতুক বাংলার শরীর ও মন'। কিন্তু রুদ্রনীলের পোস্টের কমেন্টে উপচে পড়ল কটুক্তি।
তৃণমূল ঘেঁষা রুদ্রনীল যখন বিজেপিতে যোগদান করেন সেসময়ে কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। এর আগে বাম জমানায় রুদ্রনীলকে বামপন্থী বলেই জানত ইন্ডাস্ট্রি। কিন্তু বার বার তাঁর দল ও মতাদর্শ বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয়নি। অনেকেই তাঁকে রুদ্রলাল, রুদ্রসবুজ, ও রুদ্রগেরুয়া বলে কটাক্ষ করেছিলেন।
গেরুয়া শিবিরের পরাজয়ের পর রুদ্রনীলের কমেন্টবক্সে নেটিজেনদের প্রশ্ন, 'এবার কোন দলে যোগদান করছেন? অনেকে আবার 'গিরগিটি' বলেও কটাক্ষ করেছেন তাঁকে।
রুদ্রনীলের এই পোস্টেই অনেকেই তাঁর কবিতা বলা নিয়েও কটাক্ষ করেছেন। সম্প্রতি রুদ্রনীলের 'দাদা আমি সাতে পাঁচে থাকি না' -র মত কবিতা বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সমস্ত পলিটিক্যাল স্যাটায়ারের প্রসঙ্গ তুলেও রুদ্রনীলকে বিঁধেছেন অনেকে।
যদিও সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত মন্তব্যের কোনও উত্তর দেননি রুদ্রনীল। আপাতত তিনি ব্যস্ত নিজেকে নিয়েই।
সব ছবি সৌজন্যে: রুদ্রনীল ঘোষের ফেসবুক প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -