Cake exhibition: অনুব্রতর ঢাক, বিজেপির রথের আদলে কেক! জানেন কোথায় পাবেন?

অভিনব কেকের প্রদর্শনী

1/9
অর্ণব মুখোপাধ্যায়: রাজ্য রাজনীতিতে কখনও অনুব্রতর চড়াম চড়াম ঢাক তো কখনও বিজেপির রথ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর এবার রাজনীতির সেই হটকেক বিষয়গুলো নিয়ে রসনাতৃপ্তির কেক তৈরি হল।
2/9
বাইপাসের ধারে বিধান শিশু উদ্যানে এ ধরনের কেকের প্রদর্শনী আয়োজিত হল।
3/9
আগের বিধানসভা নির্বাচনের সময় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্বাচনে চড়াম চড়াম শব্দে ঢাক বাজবে। কেকের প্রদর্শনীতে রয়েছে সেই ঢাকের আদলে তৈরি চকলেট কেক।
4/9
এক সময় বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা চালু করেছিলেন। তারপর থেকে বিভিন্ন নির্বাচনের আগে বিজেপি রথযাত্রা করেছে। ব্যতিক্রম নয় এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জেলায় জেলায় রথযাত্রা বার করেছে বিজেপি। এই রথযাত্রায় কখনও সামিল হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
5/9
সেই রথের আদলে ও কেক বানানো হয়েছে। কেকটিকে দেখতে একটি বাসের মতো যার গায়ে বিজেপি নেতাদের ছবিও রয়েছে।
6/9
সব থেকে মজার বিষয়, তিন রঙের স্যানিটাইজার থাকছে বইমেলার প্রবেশপথে। ইচ্ছে করলেই যে কোনও রঙের স্যানিটাইজারে হাতকে জীবাণুমুক্ত করে নিতে পারেন।
7/9
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত কেক এখানে প্রদর্শিত হচ্ছে। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি থেকে শুরু করে সদ্য রাজনীতির ময়দানে নামা আইএসএফের কেকও এখানে রয়েছে।
8/9
বিধানসভা নির্বাচনের আগে আয়োজিত এই বইমেলাতে কেকের পাশাপাশি থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের বই।
9/9
ইচ্ছে করলেই সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ করলে বাড়ি নিয়ে যেতে পারেন কেষ্টদার ঢাক অথবা বিজেপির পরিবর্তন যাত্রার রথ কেক। উদ্যোক্তাদের দাবি, রাজনীতির জটিলতার মাঝে একটু বিনোদনের সন্ধানে এঅ আয়োজন। - অর্ণব মুখোপাধ্যায়
Sponsored Links by Taboola