Sagardighi Assembly Bypoll 2023:গণনা এগোতেই জয়ের মেজাজ সাগরদিঘিতে! উড়ল লাল-সবুজ আবির

গণনা শুরু হতেই মুখের হাসি চওড়া হচ্ছিল কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকদের। সাত রাউন্ডের পর সেই হাসিই বদলে গেল উদযাপনের মেজাজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফলঘোষণার আগেই সাগরদিঘিতে পুরোদস্তুর জয়ের আনন্দে মাতোয়ারা বাম ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

হিসেব বলছে, সাত রাউন্ড গণনার পরে ৮ হাডার ভোটে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রস প্রার্থী বায়রন বিশ্বাস।
গণনা শেষ ও ফলঘোষণা হতে আরও কিছুটা সময় বাকি। কিন্তু ফলাফলের ধারা দেখেই উৎসবে মাতোয়ারা সাগরদিঘি।
আবিরের ছড়াছড়ি, ফাটতে শুরু করেছে বাজি। সময়ের কয়েক দিন আগেই হোলির মেজাজ এলাকায়।
দ্বিতীয় রাউন্ড গণনার পরই বায়রন বিশ্বাস বলেছিলেন, 'সাধারণ মানুষ ভালোবাসা দিয়েছেন। আমার বিশ্বাস ছিল, জনগণ ঠিক রায় দেবে।'
এদিন ফলাফল স্পষ্ট হতেই প্রদেশ কংগ্রেস সভাপতী অধীর চৌধুরী বলেন, 'কংগ্রেস হারতে পারে, হারাতে পারে না।'
বস্তুত দিন দুয়েক আগেই সাগরদিঘিতে জয় নিয়ে নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ''জেতার সম্ভাবনা কম। ২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -