Elections 2023:বহু পিছিয়ে কংগ্রেস, বিজেপি কর্মীদের উদযাপন শুরু রাজস্থানে
BJP Celebration Mood In Rajasthan:বেলা ১২টা পর্যন্ত যা পরিসংখ্য়ান, তাতে রাজস্থানে ১১৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৮টি আসনে। ইতিমধ্যে জয় উদযাপন শুরু বিজেপি কর্মী-সমর্থকদের।
বহু পিছিয়ে কংগ্রেস, বিজেপি কর্মীদের উদযাপন শুরু রাজস্থানে
1/7
আজ ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলগণনা। সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। আর এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ৩ রাজ্যে রীতিমতো স্বস্তিতে গেরুয়া শিবির। বিশেষত মরুরাজ্যে তাদের ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে উদযাপনও শুরু হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের।
2/7
ফলঘোষণা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু জয়ের পথ প্রশস্ত হতেই রাজস্থানের দিকে দিকে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। জয়পুরের দলের সদর দফতরে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ তোমরও।
3/7
আগামী বছর লোকসভা ভোট। তার আগে, এই ৪ রাজ্যের বিধানসভা ভোটকে 'সেমিফাইনাল' হিসেবেই দেখেছিল রাজনৈতিক দলগুলি। সে দিক থেকে দেখলে রাজস্থান-সহ ৩ রাজ্যে এখনও পর্যন্ত যা ফলাফল করেছে বিজেপি, তা লোকসভা ভোটের আগে তাদের স্বস্তিসূচক বাড়ানোর পক্ষে যথেষ্ট।
4/7
বুথফেরত সমীক্ষা যা-ই বলুক, এবার কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে একরকম আত্মবিশ্বাসী ছিলেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কিন্তু ভোটগণনা কয়েক ঘণ্টা এগোতেই বোঝা গেল, গহলৌত-ম্যাজিক একরকম ফিকে হয়ে গিয়েছে।
5/7
বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে নিয়ে ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়লেও এখনও পর্যন্ত যা খবর, তাতে নিজের নির্বাচনী কেন্দ্র ঝালরাপাটনে এগিয়েই রয়েছেন তিনি।
6/7
ঝোটওয়াড়া থেকে এগিয়ে বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিংহ রাঠৌড়ও। অন্য দিকে, কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গহলৌত সর্দারপুরা আসনে এগিয়ে রয়েছেন বলে খবর। টঙ্ক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের সচিন পাইলট। আপাতত তিনিও এগিয়ে।
7/7
কিন্তু শেষমেশ গহলৌত-পাইলট জিতে গেলেও কংগ্রেসের ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। তা হলে কি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বই তাদের কাল হল? নাকি ভেল্কি দেখাল সেই মোদি-ম্যাজিক? আপাতত, জয়ের আনন্দে ভাসছেন বিজেপি কর্মী-সমর্থকরা। আলোচনা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও।
Published at : 03 Dec 2023 12:14 PM (IST)