Holi 2021: দোলের দিন জমজমাট ভোটপ্রচার, রং খেলে জনসংযোগ প্রার্থীদের
দোল উৎসবে গান গেয়ে নেচে দলীয় পতাকা ছাড়াই প্রচার সাড়লেন দমদম উত্তরের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রচার সাড়লেন। এ দিন উত্তর দমদমের কল্যাণী রোডের মুখ থেকে এম বি রোড ধরে পূবপাড়া পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে প্রচার চালান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোল খেলতে খেলতেই প্রচার সারলেন অগ্নিমিত্রা পাল। এদিন বার্নপুর বারি ময়দান এলাকায় রঙের উত্সবে সামিল হন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী। এরপর এলাকায় মিছিল করেন তিনি।
দোলের দিন নতুন চটি এলাকার একটি আবাসনে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে রং খেলায় মাতলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
প্রচারে বেরিয়ে রঙের উত্সবে মাতলেন বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এদিন খামার পাড়া এলাকায় যেতেই স্থানীয় মহিলারা বাম প্রার্থীকে আবিরে রাঙিয়ে দেন।
শিলিগুড়িতে বসন্ত উত্সবে সামিল যুযুধান শিবিরের দুই প্রার্থী। এদিন সকালে ২০ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে লাল আবিরে মাতলেন শিলিগুড়ির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। অন্যদিকে, ২৪ নম্বর ওয়ার্ডে গেরুয়া আবির খেললেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
সল্টলেকের জিডি ব্লকে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর বর্ণময় প্রচার। এদিন আবির খেলতে খেলতে নাচ-গানের তালে পা মেলালেন বিজেপি প্রার্থী।
বসন্ত উৎসব পালনের ফাঁকেই নির্বাচনী প্রচার সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। এদিন প্রভাতফেরিতে সামিল হয়ে খোল বাজালেন রাজ। অলিগলিতে ঢুকে তুললেন সেলফি। তারকা প্রার্থীকে কাছে পেয়ে আবির মাখালেন স্থানীয়রা।
দোলের সকালে বাড়িতে মা ভবতারিণীকে পুজো দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আবির খেলে দিন শুরু করলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। প্রতিবেশীদের সঙ্গে আবির খেলার পর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে সকালের সঙ্গে রঙের উত্সবে মাতলেন সুজিত বসু।
সোনারপুরের কালিকাপুরে পরিবারের সদস্যদের সঙ্গে রঙের উত্সবে মাতলেন যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
গণেশের পায়ে আবির দিয়ে দোলের দিন প্রচার শুরু করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন রমেশ মিত্র রোডে প্রচারের ফাঁকেই স্থানীয়দের সঙ্গে রং খেললেন তিনি।
দোলের দিন প্রতিবছরের মতই একেবারে অন্য মেজাজে দেখা গেল ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে। আবির মেখে, গান গেয়ে প্রচার করলেন তিনি। তবে করোনা আবহে অন্যান্যবারের তুলনায় এবার উত্সবের জৌলুশে রাশ টেনেছেন তৃণমূল প্রার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -