Nandigram Election আকাশে চক্কর কপ্টারের, জমিতে টহল বাহিনীর, লড়াইয়ে প্রস্তুত নন্দীগ্রাম
আকাশে চক্কর কাটছে নির্বাচন কমিশনের হেলিকপ্টার। মাটিতে ১৪৪ ধারা জারির প্রচার। গুরুত্বপূর্ণ শহরগুলিতে নাকা চেকিং। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবারের এই সব ছবিই বলে দিচ্ছে, এবারের হাইভোল্টেজ বিধানসভার এপিসেন্টার নন্দীগ্রাম এখন ব্যাটলগ্রাউন্ড। লক্ষ্মীবারে নন্দীগ্রামের ভোটের লড়াইকে মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
নন্দীগ্রাম বিধানসভায় মোট বুথের সংখ্যা ৩৫৫টি। সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। ১০০ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে।
শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন থাকবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও অতিরিক্ত ২ কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হবে। বুথের বাইরে কোনওরকম অশান্তিকে নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হচ্ছে ২২ সেকশন ক্যুইক রেসপন্স টিম বা কিউআরটি-কে। প্রতি সেকশনে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন।
বৃহস্পতিবার শুধু রাজ্যই নয়, গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রাম আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটদের পাশাপাশি ভোটের লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ৩৭ বছরের মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধে সাড়ে ছটার পর থেকেই গোটা নন্দীগ্রাম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বুধবার সকাল থেকে নন্দীগ্রামের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। এছাড়াও স্পর্শকাতর এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটের আগে বাইরের লোক যাতে নন্দীগ্রামে ঢুকতে না পারে, তারজন্য এদিন বিকেল পাঁচটা থেকেই বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।
এরইমধ্যে একেবারে শেষ লগ্নে বেশ কিছু পদে রদবদলও করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থানার দায়িত্বে এসপি পদমর্যাদার আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে আনা হয়েছে। হলদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তম মিত্রকে। মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্র বিকাশ রায়কে সরিয়ে আনা হয়েছে শীর্ষেন্দু দাসকে।
সূত্রের খবর, ১ এপ্রিল ভোটের সময় নন্দীগ্রাম আসনের ওপর আলাদা নজর থাকবে জাতীয় নির্বাচন কমিশনের। ৩৫৫টির মধ্যে ৭৫ শতাংশ বুথেই অর্থাত্ প্রায় ২৬৭টি বুথে থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। পূর্ব মেদিনীপুরের ৯ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩ হাজার ২১০টি। তার অর্ধেক বুথেই ওয়েবকাস্টিং করা হবে। এই নটি আসনের জন্য মোতায়েন করা হয়েছে ১৯৯ কোম্পানি বাহিনী।
দিল্লিতে বসে তারওপর নজরদারি চালাবে কমিশন। ইন্টারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তারজন্য ইতিমধ্যে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ড্রোন ও আকাশপথে নজরদারি, এয়ার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা থাকছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের সময় নিজেদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন প্রার্থীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -