Jano Garjon Sabha:জনতাকে প্রণাম অভিষেকের, বিজেপিকে কড়া আক্রমণ শানিয়ে 'জনগর্জন সভা'-য় হুঙ্কার মমতার
লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা ঘিরে একের পর এক 'চমক'-র সাক্ষী থাকল মহানগর। লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ হোক বা সেই তালিকায় থাকা বেশ কিছু প্রার্থীর নাম, রবিবারের ছবিটা তাক লাগিয়ে দিয়েছে মহানগর-সহ গোটা রাজ্যকে। (ছবি:AITC Official Facebook)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিক মঞ্চে উঠেই প্রথমে জনতার সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়। পরে সেই মঞ্চ থেকে মা-মাটি-মানুষের উদ্দেশে মাথানত করে সাষ্টাঙ্গে প্রণামও করতে দেখা যায় তাঁকে। (ছবি:AITC Official Facebook)
এক দিকে দুর্নীতি মামলায় একের পর এক নেতার নাম জড়িয়েছে, অন্য দিকে সন্দেশখালিকাণ্ড অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূলকে। রাজ্যের প্রধান বিরোধী দল BJP এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব লাগাতার সেই নিয়ে জোড়াফুল শিবিরকে কোণঠাসা করে চলেছে। (ছবি:AITC Official Facebook)
এর পর মঞ্চে আক্রমণের ঝাঁঝ বাড়ান তৃণমূলনেত্রী স্বয়ং। গ্যাসের দাম থেকে কেন্দ্রীয় প্রকল্পের বাংলার বঞ্চনার অভিযোগ, একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধতে শোনা যায় তাঁকে। বলেন, '১০০ দিনের কাজ হল সংবিধানের গ্যারান্টি, মোদি কীসের গ্যারান্টি দিচ্ছেন?'৫৯ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি মোদি সরকার। না দিয়েই বলছেন, খেয়ে ফেলেছে।'(ছবি:AITC Official Facebook)
রবিবারের সভা থেকে ৪২ লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। একদিকে যখন মাইক হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নামগুলি পড়ছেন, অন্য দিকে তখন প্রার্থীদের সঙ্গে নিয়ে মঞ্চ-লাগোয়া Ramp-এ হাঁটছেন তৃণমূলনেত্রী। পরিচিত মুখ থেকে সদ্য রাজনীতিতে আসা সকলের সঙ্গে আমজনতার পরিচয় ঘটাতেই এই 'ওয়াক।'(ছবি:AITC Official Facebook)
পুরনো মুখ থেকে নতুন মুখ সকলকে নিয়ে, মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে এই তালিকা। চেনা রাজনৈতিক নেতা থেকে অরাজনৈতিক মুখ-সবাই জায়গা পেয়েছেন তৃণমূলের প্রার্থীতালিকায়। রয়েছে সেলিব্রিটি চমকও। এর মধ্যে বিজেপি থেকে আসা ৪ জনকেও প্রার্থী করে তৃণমূল। (ছবি:AITC Official Facebook)
এবার তারকা-তালিকায় যাঁর নাম শুনে অনেকেই চমকে গিয়েছেন, তিনি ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। এই জন্য পরে তৃণমূলনেত্রীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেন এই ক্রিকেটার।(ছবি:AITC Official Facebook)
তারকা তালিকায় নাম রয়েছে, সায়নী ঘোষ, দীপক অধিকারী, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া ও শত্রুঘ্ন সিনহাও। চেনা সাংসদদের মধ্যে থেকে এবার তালিকায় নাম নেই নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীর। বিজেপিকে আক্রমণের পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। এই রাজ্যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যতের অপেক্ষা না করে 'একলা চলো' নীতি মেনেই এগোচ্ছে তারা। আজকের সভার রাজনৈতিক সুর ও প্রার্থীতালিকা প্রকাশ থেকে স্পষ্ট সেই কথা, বলছে রাজনৈতিক মহল। (ছবি:AITC Official Facebook)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -