Purulia BJP Rally Pics: শরীর যেন ক্যানভাস মোদির সভায়
বসন্ত ঋতু। লাল পলাশে সেজে উঠেছে পুরুলিয়া। আজ সেখানেই সভা করে গেলেন নরেন্দ্র মোদি। আর মোদির সভা থেকে উঠে এল সমর্থকদের অভিনব সব সাজের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের রেশ চলে গিয়েছে ইতিমধ্যেই। তাই অনায়াসে রঙে নিজেদের রাঙিয়ে ফেললেন বেঙগল বেঙ্গল আর্টিস্ট ওয়ারিয়র গ্রামের বিজেপি সমর্থক চিত্রশিল্পীরা। শরীরে যেন ক্যানভাস। সেখানেই ফুটে উঠল স্লোগান থেকে শুরু করে বিভিন্ন প্রতীক।
এই দলের সদস্য সুশীলকুমার কুইরি জানাচ্ছেন, এধরনের কাজ তারা এর আগেও করেছেন ক্রিকেটের ময়দানে। মোদির সভায় জানাচ্ছিলেন এধরনের কাজ তারা আগেও করেছেন ব্রিগেডে মোদীর সভায়।
শান্তিনিকেতন থেকে শিল্পকলা নিয়ে পাস করা বিশাল বাউরী পূর্ব মেদিনীপুরের ঈশান সিংহর শরীরকে ক্যানভাস বানিয়েছিলেন। পুরুলিয়ার বিজেপি সমর্থক শুভজিৎ মন্ডলের আবার পটে আঁকা হয়েছিল বিভিন্ন বিষয়। কোথাও আঁকা হয়েছে মুষ্টিবদ্ধ হাতে তুলি আর প্যালেট, শিল্পের স্বাধীনতার পক্ষে বার্তা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে এই স্বাধীনতা যারা বজায় রাখেন সেই বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোথাও বা মুখাবয়বে চিত্রিত হয়েছে ভারত মাতা কি জয় স্লোগান।
পিঠে আঁকা হয়েছে পদ্মফুল আর তার মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে সাদা পায়রা।পিজেপিজে শান্তির পক্ষে তাই প্রতি কিভাবে তুলে ধরা হয়েছে। কোন চিত্রশিল্পের বার্তা। কোন চিত্রের শিক্ষা। কোথাও আবার আঁকা হয়েছে মানুষের হাতে গেরুয়া পতাকা আর তার সঙ্গে জয় শ্রীরাম।
বিজেপির বিভিন্ন বিষয়কেউ আলোকিত করা হয়েছে এখানে। শরীরেই ফুটে উঠেছে রাম মন্দিরের নকশা।
ও। মোদির উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চিত্র ফুটে উঠেছে রংয়ের মাধ্যমে, তুলির রেখায়। কারুর শরীরে আবার বেটি বাঁচাও বেটি পড়াও চিত্রিত হয়েছে।
উদ্যোক্তাদের বক্তব্য নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এই উদ্যোগ।
তাঁদের বক্তব্য, মোদি যা সম্ভব করেছেন আর মোদি যা স্বপ্ন দেখেন ছবি তুলে ধরা হয়েছে এই বডি পেইন্টিং এর মাধ্যমে। পলাশের দেশে মোদির সভা যেন আরও রঙিন হয়ে উঠেছিল এই অভিনব শিল্পকলায়।
ছবি ও তথ্য - অর্ণব মুখোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -