Lok Sabha Elections:বিরোধী ঐক্য়ের ছবি? কংগ্রেসের 'ন্যায় সঙ্কল্প যাত্রা' চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল মুম্বই

Rahul Gandhi Nyay Sankalp Padyatra:১৪ জানুয়ারি থেকে ১৭ মার্চ। মণিপুর থেকে মহারাষ্ট্র। রবিবার, মুম্বইয়ে চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ন্যায় সঙ্কল্প যাত্রা।

বিরোধী ঐক্য়ের ছবি? কংগ্রেসের 'ন্যায় সঙ্কল্প যাত্রা' চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল মুম্বই (ছবি:PTUI

1/9
১৪ জানুয়ারি থেকে ১৭ মার্চ। মণিপুর থেকে মহারাষ্ট্র। রবিবার, মুম্বইয়ে চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ন্যায় সঙ্কল্প যাত্রা'। একই সঙ্গে বিজেপি-বিরোধী I.N.D.I.A. ব্লকেরও ঐক্যের ছবি কিছুটা ধরা পড়ল এদিন। (ছবি:PTI)
2/9
যাত্রার ৬৩ তম দিন, শনিবার, ঠানে থেকে মুম্বই পৌঁছন রাহুল। আজ, মুম্বইয়ে মণি ভবন থেকে বিখ্যাত আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত যাত্রা হয়। সামিল হন, কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গাঁধীও। (ছবি:PTI)
3/9
মোহনদাস কর্মচন্দ গাঁধী যখনই মুম্বইয়ে আসতেন, তখনই মণি ভবনে উঠতেন। এদিন সেই ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন রাহুল। প্রপৈাত্র তুষার গাঁধী ঘুরিয়ে দেখান রাহুলকে। (ছবি:PTI)
4/9
এদিনের যাত্রায় যোগ দিয়েছিলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর। রাহুল-প্রিয়াঙ্কার পাশে ব্যানার ধরে হাঁটতে দেখা যায় তাঁকে। বলেন, '...গত ১০ বছর ধরে এই দেশ একটা রোগে ভুগছে, তা হল বিদ্বেষ। আমার মনে হয়, এই দেশ যে বিদ্বেষ নয়, ভালোবাসার মন্ত্র দিয়ে তৈরি, সে কথা দেশবাসীকে মনে করাতেই এই যাত্রা।' (ছবি:PTI)
5/9
রাহুল গাঁধীর প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা যায় তাঁকে। অভিনেত্রী আরও বলেন, 'যে দুটি যাত্রার নেতৃত্ব তিনি দিলেন, তা দেখার পর এমন আর কোনও রাজনীতিবিদের কথা মনে করতে পারছি না যিনি সাধারণ মানুষের মনের কথা শুনবেন বলে এতটা পথ হেঁটেছেন।' (ছবি:PTI)
6/9
I.N.D.I.A. জোটের কিছু শরিক দলের সদস্যরাও এদিনের যাত্রায় পা মেলান। মুম্বইয়ের ধারাভিতে একটি জনসভায়, রাহুলকে বলতে শোনা যায়, কংগ্রেস ক্ষমতায় এলে জাতভিত্তিক গণনা হবে। (ছবি:PTI)
7/9
শুধু তাই নয়। দরিদ্র মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর ১ লক্ষ টাকা করে পাবেন বলেও জানান রাহুল। 'ন্যায় সঙ্কল্প যাত্রা'-র শেষ দিনে বিজেপিকে কড়া আক্রমণও করেন তিনি। (ছবি:PTI)
8/9
রাহুল বলেন, 'বিজেপি বড় বেশি আওয়াজ করে। তবে সংবিধান বদলানোর মতো সাহস এদের নেই। সত্য এবং জনসমর্থন আমাদের পাশে রয়েছে।'(ছবি:PTI)
9/9
মুম্বইয়ে 'ন্যায় সঙ্কল্প যাত্রার' শেষ দিনে শিবাজি পার্কে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে এক মঞ্চে আসার কথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সপা প্রধান অখিলেশ যাদব এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু। তার আগে এই যাত্রা কি ইতিবাচক ফল ফলাতে পারবে কংগ্রেসের ভোটবাক্সে? (ছবি:PTI)
Sponsored Links by Taboola