Election do dont Pics: নিয়ম ভাঙলে কারাবাস! ভোট দিতে গিয়ে কী করবেন, জানেন?
বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আট দফায় হবে এবারের বিধানসভা নির্বাচন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ মে ভোটের গণনা। বাংলার মসনদে দেখা যাবে কোন দলকে, সেদিনই তা চূড়ান্তভাবে জানা যাবে।
জানেন কি, নির্বাচনের দিন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কী করতে হবে আর কী কী করতে পারবেন না?
করোনা আবহে ভোট হচ্ছে এবার। ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য সামাজিক দূরত্ববিধির নিয়মাবলী পালন করুন।
হাতে সময় নিয়ে যান। নিজের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করুন। বুথের ভিতরে ও বাইরে শান্তি বজায় রাখুন।
ভোট দিতে যাওয়ার সময় নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আপনার যে কোনও ফটো আইডি কার্ড সঙ্গে রাখুন।
কীভাবে ভোট দেবেন, বুথের দেওয়ালে তা সচিত্র বর্ণনা করা থাকে। সেগুলো দেখুন। অনুসরণ করুন।
ভোট দেওয়া সম্পন্ন হয়ে গেলে নিরাপত্তা রক্ষায় সাহায্য করুন। বুথ থেকে বেরিয়ে আসুন।
কোন দলকে ভোট দেবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় নিজের ভাবনাকে প্রাধান্য দিন। কারও কথায় প্রভাবিত হবেন না। কোনও নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার পরিবর্তে কোনও প্রলোভনের ফাঁদে পা দেবেন না।
নিজের ভোট নিজে দিন। অন্য কাউকে আপনার ভোট দিতে দেবেন না। আপনিও অন্য কারও ভোট দেবেন না। বুথ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। কোনও ঝামেলায় জড়াবেন না। কারণ, বুথ এলাকায় কোনও ঝামেলা করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়।
ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম এবং ভিভিপ্যাট-সহ ভোটে ব্যবহৃত কোনও বস্তুর ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ। পোলিং টিমকে বাধা দেওয়াও অপরাধ। তাঁদের সঙ্গে সহযোগিতা করুন। বুথের আশেপাশে থুতু ফেলবেন না বা জঞ্জাল ছড়াবেন না। তথ্য: নির্বাচন কমিশন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -