Bhabanipur By-poll 2021: হাইভোল্টেজ ভবানীপুর ভোটে ঘটনার ঘনঘটা দিনভর
বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ ভবানীপুর কেন্দ্রের ভোট। বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৫৩ শতাংশ। ভবানীপুরের হাইভোল্টেজ ভোটে ঘটনার ঘনঘটা বজায় ছিল দিনভর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে বারোয় বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে ৪ মিনিটের মধ্যেই মিত্র ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ফের বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।
৪টের পর ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেতলায় সপরিবারে ভোট দিলেন ফিরহাদ হাকিম। ভোট দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
খালসা গার্লস হাইস্কুলের বুথে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূল-বিজেপি তুলকালাম বাঁধে। দুপুর পৌনে ১টা নাগাদ ভবানীপুরের খালসা হাইস্কুলের বুথে ভোট পরিদর্শনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বুথের মধ্যে এই যুবককে দেখে সন্দেহ হওয়ায় ভোটার কার্ড দেখতে চান প্রিয়ঙ্কা।
অভিযুক্তকে বাইরে বের করার সময় বিজেপি কর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বুথের সামনের রাস্তায় নেমে আসে গোলমাল। পরস্পরের বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপি।
ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে তুলকালাম। সায়েন্টিফিক রিগিংয়ের অভিযোগ বিজেপির। এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সুব্রত-ফিরহাদের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। কোনও বিধিভঙ্গ হয়নি, পাল্টা দাবি ফিরহাদের।
চেতলায় সপরিবারে ভোট দিলেন ফিরহাদ হাকিম। ভোট দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ভোটের দিন ভবানীপুরের ভোটারদের কাছে ট্যুইটারে আবেদন জানিয়ে বিতর্কে জড়ালেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। ফিরহাদ হাকিমের ট্যুইট, ভবানীপুরের বাসিন্দাদের অনুরোধ করছি, উন্নয়ন ও সমানাধিকারের জন্য ভোট দিন। সুব্রত মুখোপাধ্যায় ট্যুইট করেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভবানীপুর-সহ রাজ্যের তিনটি আসনে আজ ভোটগ্রহণ। বিপুল ভোটে দিদির জয় নিশ্চিত করার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। ভবানীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়।
পদ্মপুকুরে কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর। বহিরাগত অভিযোগে তাড়া করে আপ্ত সহায়কককে ধরালেন তৃণমূল নেতা। বিজেপি নেতা হয়েও হিন্দুস্তানি আওয়াম মোর্চার নির্বাচনী এজেন্ট হওয়ার কথা স্বীকার। গাড়িতে হামলার পরে নিজেই বিতর্কে জড়ালেন কল্যাণ চৌবে। অস্বস্তির মুখে একই ভাবধারার দল বলে সাফাই।
ভবানীপুরে চায়ের ভাঁড়ে সৌজন্য। সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -