Celebrities Election Reaction: আশা জাগিয়েও নক্ষত্রপতন
রুপোলি পর্দার কমফোর্ট জোন ছেড়ে ভোটের ময়দানে সদ্য পা দিয়েছেন তাঁরা। সহকর্মীরা জয়ের হাসি হাসলেও পরাজিত হলেন অনেকেই। তবে পরাজয়ের পরেও কারও গলায় সৌজন্যের সুর শোনা গেল, কেউ দিলেন আশ্বাসও। কী বলছেন নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলবদলের জন্য চিরকালই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে নির্বাচনী লড়াইে হেরে গিয়েছেন রুদ্রনীল। এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী প্রার্থীকে শুভেচ্ছা জানান তিনি। সেইসঙ্গে বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চনকেও শুভেচ্ছা জানান। রুদ্রনীলের সেই পোস্টে কমেন্টের বন্যা। অনেকেই তাঁকে কটাক্ষ করেন 'আবার কোন দলে যাবেন' এমন প্রশ্ন করে। রুদ্র অবশ্য সেসবের কোনও উত্তর দেননি। কেবল সুস্থ ও হিংসামুক্ত বাংলারই কামনা করেছেন তিনি।
লড়াইটা কেবল দুই দলের ছিল না, ছিল নব্য বনাম পুরাতনের। একদিকে তৃণমূলের দুঁদে রাজনৈতিক নেতা পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে সদ্য রাজনীতিতে আসা রুপোলি পর্দার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্বাচনে বেশ কাছে বেশ বড় ব্যবধানে পরাজয় হয়েছে তাঁর। কিন্তু বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভুললেন না রাজনৈতিক সৌজন্য। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জয়ী দলকে শুভেচ্ছা জানালেন তিনি। ট্যুইট করে বিজেপি প্রার্থী লিখেছিলেন, 'যাঁরা আমায় এতদিন ভালোবেসেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এই নির্বাচনের অংশ হতে পেরে আমি ধন্য। আমার কাছে এই পুরো যাত্রাটা শিক্ষণীয় ছিল। দিদি আর সমস্ত তৃণমূল প্রার্থীকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই সমাজের ভালোর জন্যই কাজ করবেন।' এই ট্যুইটটি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন তিনি।
সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী। তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হয়েছেন তিনি। যদিও নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলকে শুভেচ্ছা জানান তিনি। তাঁর পোস্টে 'দিদি ও দিদি' লিখে বিজেপিকে প্রচ্ছন্ন খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
প্রতিপক্ষ রত্না বন্দ্যোপাধ্যায়। ব্যবধান প্রায় ৩৭ হাজার। বেহালা পূর্বে পরাজিত বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ফল ঘোষণার পর্র দিন ট্যুইটারে জানালেন নিজের প্রতিক্রিয়া। শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের। পায়েল লিখেছেন, 'তৃণমূল কংগ্রেস আর দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করার জন্য শুভেচ্ছা। গত কয়েক মাস বেহালা পূর্বের মানুষ আমায় যতটা ভালোবাসা দিয়েছেন আমার মনে থাকবে। এই নির্বাচনে তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এটা আমার শেষ নয়, শুরু। আমি এই পথেই এগিয়ে যাব।'
বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজিত হয়েও বাঁকুড়ার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সায়ন্তিকা। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'সুখে দুঃখে বাঁকুড়ার মানুষদের পাশে থাকব।
টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয়। কেবল বিনোদন নয়, রাজনীতির মঞ্চেও পা জমিয়েছেন তিনি। হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তিনি। যদিও জয়ী প্রার্থী বা দলের সঙ্গে কোনও সৌজন্য বিনিময় দেখা যায়নি তাঁর সামাজিক দেওয়ালে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -