Ministers and Their Portfolios: শিক্ষা থেকে বিদ্যুৎ, মমতার মন্ত্রিসভায় দফতরের দায়িত্বে উল্লেখযোগ্য বদল
পার্থ চট্টোপাধ্যায় শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি সহ পরিষদীয় মন্ত্রী নির্বাচিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, শিক্ষামন্ত্রী নির্বাচিত হলেন ব্রাত্য বসু। এর আগে মমতার মন্ত্রীসভায় স্কুল ও উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। পরে বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়। আজ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা দায়িত্ব দেওয়ার পর ফের শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ব্রাত্য।
আগে পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দল ত্যাগ করার পর সেই দফতর সামলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার ফিরহাদ হাকিমকে পরিবহন দফতরের দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে আবাসন মন্ত্রী হিসেবেও নির্বাচিত হলেন ফিরহাদ। এর আগে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হল বন ও অপ্রচলিত শক্তি দফতরের দায়িত্ব। দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়রে মন্ত্রীসভায় বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় এসে জ্যোতিপ্রিয় মল্লিককে এই দায়িত্ব দিল। এর আগে খাদ্যমন্ত্রী ছিলেন তিনি।
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবার কৃষি মন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি।
এবার মন্ত্রিসভার তালিকায় নতুন মুখ রথীন ঘোষ। আর প্রথমবার মন্ত্রী হয়েই খাদ্য ও গণবণ্টন দফতরের দায়িত্ব পেলেন তিনি।
এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বস্ত্র মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। এই দফতরে আগে মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মন্ত্রিসভার নতুন মুখ হুমায়ুন পেলেন কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন। আগে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ছিলেন পূর্ণেন্দু বসু।
পুর ও নগরোন্নয়ন সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম।
image 9োরত্না দে নাগ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি মন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি মন্ত্রী ছিলেন ব্রাত্য বসু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -