Minakshi Mukherjee Pics: হাতে রয়েছে ১৩০০ টাকা, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা প্রার্থীর মাসিক আয় কত জানেন?
আগামী বিধানসভা নির্বাচনে সকলের নজর থাকবে নন্দীগ্রামে। হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদা তাঁর অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী। বাম জোটের প্রার্থী হিসাবে নন্দীগ্রামে লড়ছেন মীনাক্ষি মুখোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচন কমিশনে দেওয়া তথ্যে মীনাক্ষি দাবি করেছেন, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১৩০০ টাকা।
তিনি জানিয়েছেন, রোজগার বলতে, প্রত্যেক মাসে পার্টি থেকে দেওয়া ৫ হাজার টাকা।
মনোনয়নপত্রে নিজেকে সমাজকর্মী হিসাবে দেখিয়েছেন মীনাক্ষি।
৩৭ বছরের বাম নেত্রী ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।
নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই বিএড করেন তিনি।
মীনাক্ষির অস্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য ১ লক্ষ ৩২ হাজার ১৯৮ টাকা ৭২ পয়সা।
তাঁকে কোনও আয়কর জমা করতে হয় না বলে বাম-কংগ্রেস-ISF জোটের প্রার্থী জানিয়েছেন নির্বাচন কমিশনে।
মীনাক্ষি জানিয়েছেন, দুটি ব্যাঙ্কে তাঁর রয়েছে যথাক্রমে ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা ও ৫ হাজার টাকা।
৩৭ বছরের মীনাক্ষির সাদামাটা জীবন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নন্দীগ্রামে কার্যত আন্ডারডগ মীনাক্ষি। পারবেন তিনি হেভিওয়েট প্রতিপক্ষদের বিরুদ্ধে অঘটন ঘটাতে, উত্তরের জন্য আর কয়েকদিনের অপেক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -