Minakshi Mukherjee Pics: হাতে রয়েছে ১৩০০ টাকা, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা প্রার্থীর মাসিক আয় কত জানেন?

মীনাক্ষি মুখোপাধ্যায়

1/10
আগামী বিধানসভা নির্বাচনে সকলের নজর থাকবে নন্দীগ্রামে। হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদা তাঁর অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী। বাম জোটের প্রার্থী হিসাবে নন্দীগ্রামে লড়ছেন মীনাক্ষি মুখোপাধ্যায়।
2/10
নির্বাচন কমিশনে দেওয়া তথ্যে মীনাক্ষি দাবি করেছেন, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১৩০০ টাকা।
3/10
তিনি জানিয়েছেন, রোজগার বলতে, প্রত্যেক মাসে পার্টি থেকে দেওয়া ৫ হাজার টাকা।
4/10
মনোনয়নপত্রে নিজেকে সমাজকর্মী হিসাবে দেখিয়েছেন মীনাক্ষি।
5/10
৩৭ বছরের বাম নেত্রী ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।
6/10
নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই বিএড করেন তিনি।
7/10
মীনাক্ষির অস্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য ১ লক্ষ ৩২ হাজার ১৯৮ টাকা ৭২ পয়সা।
8/10
তাঁকে কোনও আয়কর জমা করতে হয় না বলে বাম-কংগ্রেস-ISF জোটের প্রার্থী জানিয়েছেন নির্বাচন কমিশনে।
9/10
মীনাক্ষি জানিয়েছেন, দুটি ব্যাঙ্কে তাঁর রয়েছে যথাক্রমে ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা ও ৫ হাজার টাকা।
10/10
৩৭ বছরের মীনাক্ষির সাদামাটা জীবন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নন্দীগ্রামে কার্যত আন্ডারডগ মীনাক্ষি। পারবেন তিনি হেভিওয়েট প্রতিপক্ষদের বিরুদ্ধে অঘটন ঘটাতে, উত্তরের জন্য আর কয়েকদিনের অপেক্ষা।
Sponsored Links by Taboola