Political Campaign: ফিল্মি ডায়লগেই বাজিমাত, ভাইরাল সংযুক্ত মোর্চার ডিজিটাল পোস্টার
কোথাও মোদি 'গব্বর', আবার কোথাও সেলেবদের রাজনীতিতে যোগদান করা নিয়ে কটাক্ষ। ভোটের মরসুমে ভাইরাল সংযুক্ত মোর্চার ডিজিটাল পোস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগেই 'টুম্পা' গানের প্যারোডিকে প্রচারের হাতিয়ার করেছিল সিপিএম। কংগ্রেসও তৈরি করেছিল প্যারোডি গান। আর এবার নজর কাড়তে সংযুক্ত মোর্চা প্রকাশ করল ডিজিটাল পোস্টার।
বলিউডের জনপ্রিয় হিন্দি ছবির ডায়লগ তুলে ধরা হয়েছে পোস্টারে। রয়েছে সেইসব চরিত্রের অ্যানিমেশন ছবিও। সেই সঙ্গে ছবির তলায় থাকছে রাজনৈতিক বার্তা।
এই ডিজিটাল পোস্টারের সিরিজের নাম দেওয়া হয়েছে রিল থেকে রিয়েল।
বিধানসভা নির্বাচনের আগে একদল নতুন মুখের সঙ্গে পরিচয় করিয়েছে সিপিএম। নতুন মুখ এসেছে কংগ্রেসেও। তাই যুবসমাজকে আকর্ষণ করার জন্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে বানানো হয়েছে ডিজিটাল পোস্টার।
অন্যদিকে আজ হুগলীর সিঙ্গুরে পোস্টার বিতর্কে জড়িয়েছে বিজেপি-তৃণমূল। হুগলির সিঙ্গুরে মোদির ছবি-সহ ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একই অভিযোগ করেছে রাজ্যের শাসক দলও।
আজও তরজা চলেছে তৃণমূল-সংযুক্ত মোর্চার মধ্যে। একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে। নাম না করে ফের ISF-এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকিকে আক্রমণ তৃণমূলনেত্রীর। পাল্টা জবাব দিয়েছেন আব্বাসও।
পাল্টা আব্বাস বলেছেন, 'বিজেপির থেকে টাকা এনে পদ্মচাষের জমি তৈরি করতে চাইছেন মমতা'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -