Political Campaign: ফিল্মি ডায়লগেই বাজিমাত, ভাইরাল সংযুক্ত মোর্চার ডিজিটাল পোস্টার
Untitled_design_(33)
1/8
কোথাও মোদি 'গব্বর', আবার কোথাও সেলেবদের রাজনীতিতে যোগদান করা নিয়ে কটাক্ষ। ভোটের মরসুমে ভাইরাল সংযুক্ত মোর্চার ডিজিটাল পোস্টার।
2/8
এর আগেই 'টুম্পা' গানের প্যারোডিকে প্রচারের হাতিয়ার করেছিল সিপিএম। কংগ্রেসও তৈরি করেছিল প্যারোডি গান। আর এবার নজর কাড়তে সংযুক্ত মোর্চা প্রকাশ করল ডিজিটাল পোস্টার।
3/8
বলিউডের জনপ্রিয় হিন্দি ছবির ডায়লগ তুলে ধরা হয়েছে পোস্টারে। রয়েছে সেইসব চরিত্রের অ্যানিমেশন ছবিও। সেই সঙ্গে ছবির তলায় থাকছে রাজনৈতিক বার্তা।
4/8
এই ডিজিটাল পোস্টারের সিরিজের নাম দেওয়া হয়েছে রিল থেকে রিয়েল।
5/8
বিধানসভা নির্বাচনের আগে একদল নতুন মুখের সঙ্গে পরিচয় করিয়েছে সিপিএম। নতুন মুখ এসেছে কংগ্রেসেও। তাই যুবসমাজকে আকর্ষণ করার জন্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে বানানো হয়েছে ডিজিটাল পোস্টার।
6/8
অন্যদিকে আজ হুগলীর সিঙ্গুরে পোস্টার বিতর্কে জড়িয়েছে বিজেপি-তৃণমূল। হুগলির সিঙ্গুরে মোদির ছবি-সহ ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একই অভিযোগ করেছে রাজ্যের শাসক দলও।
7/8
আজও তরজা চলেছে তৃণমূল-সংযুক্ত মোর্চার মধ্যে। একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে। নাম না করে ফের ISF-এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকিকে আক্রমণ তৃণমূলনেত্রীর। পাল্টা জবাব দিয়েছেন আব্বাসও।
8/8
পাল্টা আব্বাস বলেছেন, 'বিজেপির থেকে টাকা এনে পদ্মচাষের জমি তৈরি করতে চাইছেন মমতা'
Published at : 04 Apr 2021 11:39 PM (IST)