Mamata Banerjee Cabinet: কোথায় পরিবর্তন, কোথায় প্রত্যাবর্তন, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত! দেখুন শপথগ্রহণের গোটা দিনের ছবি
কোভিড পরিস্থিতিতে সংক্ষিপ্ততম শপথগ্রহণ অনুষ্ঠান। আজ সকাল পৌনে ১১টায় শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। সময় সংক্ষিপ্ত হওয়ার ফলে এই প্রথমবার একসঙ্গে শপথবাক্য পাঠ করলেন সমস্ত মন্ত্রীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ শপথগ্রহন করেন ২৪ জন পূর্ণমন্ত্রী। সকলে একসঙ্গে শপথ নেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন ১০ জন। তাঁরাও একসঙ্গে শপথ নেন। একইসঙ্গে শপথ নেন ৯ জন প্রতিমন্ত্রীও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় নামের দিক থেকে কোনও নতুনত্ব না থাকলেও, দফতর বণ্টনে ধরা পড়ল একগুচ্ছ চমক! একাধিক হেভিওয়েট মন্ত্রীর দফতর বদল হল!
স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু পুনর্বাসন , তথ্যসংস্কৃতি ও পার্বত্য বিষয়ক দফতরের দায়িত্ব নিজে হাতে রাখলেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা দফতর নেওয়া হল! ফিরিয়ে দেওয়া হল ২০১১-য় তাঁর হাতে থাকা শিল্প বাণিজ্য দফতর। সেই সঙ্গে তাঁর হাতেই থাকল তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর। আর পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা শিক্ষা দফতর দেওয়া হল ব্রাত্য বসুকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় শিক্ষা ছিল তাঁরই হাতে! অর্থাৎ ২০১১ সালের পুনরাবৃত্তি হল ২০২১-এ এসে!
দায়িত্ব বদলাল ফিরহাদ হাকিমেরও। পুর ও নগরোন্নয়ন দফতরের বদলে এবার তাঁর হাতে দেওয়া হয়েছে পরিবহণ এবং আবাসন। মদন মিত্রর পর পরিবহণ দফতরের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যাওয়ার পর পরিবহণ দফতর নিজের হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিবহণ দফতরের দায়িত্ব দেওয়া হল ফিরহাদ হাকিমকে।
ফিরহাদের হাতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুর ও নগরোন্নয়ন দফতর চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এবারের ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বদলেছে। এবার বদলাল দফতরও। বিদ্যুৎমন্ত্রীর দায়িত্ব সামলে আসা শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার দেওয়া হয়েছে কৃষি দফতর। আর বিদ্যুৎ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। সেই সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরটিও তাঁর হাতেই রাখা হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে খাদ্য দফতরের দায়িত্ব নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেওয়া হল বন দফতরের দায়িত্ব। এবার খাদ্য দফতরের বদলে জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের দায়িত্ব দেওয়া হল। আর খাদ্য দফতর দেওয়া হল, উত্তর ২৪ পরগনারই মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করানোর পনের মিনিটের মধ্যে স্বমহিমায় রাজ্যপাল! ফের সরাসরি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে! যে থ্রোন রুমে শপথ বাক্য পাঠ করালেন, সেখানে বসেই রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্য সরকারের দিকে আক্রমণ ছুঁড়ে দিলেন!
শপথ পাঠ করানোর পর রাজ্যপাল জগদীপ ধনকড় আজ বলেন, ‘আমরা খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ভোট পরবর্তী হিংসা বেড়েই চলেছে। খুব উদ্বেগজনক। রাজ্যকে ব্যবস্থা করতে বলেছি, কিন্তু এ নিয়ে রাজ্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি। মানুষের আত্মবিশ্বাস ফেরাতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি ঠিক করেছি, যে সমস্ত এলাকায় হিংসা হচ্ছে সেখানে আমি যাব। এটা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে’
রাজ্যপাল যখন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন মুখ্যমন্ত্রী আবার কেন্দ্রের পাঠানো দলের বিরুদ্ধে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলেছিলেন রাজ্যপাল। তৎক্ষণাৎ তাঁকে সেখানে দাঁড়িয়েই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই দ্বৈরথের ছবি। অর্থাত একটা বিষয় স্পষ্ট, গত কয়েক বছর ধরে সরকার-রাজ্যপাল দ্বৈরথের যে ছবিটা প্রতিদিন উঠে আসত, এবারও তার ব্যতিক্রম হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
মুর্শিদাবাদ ও মালদায় এবার অভাবনীয় ফল করেছে তৃণমূল। মালদার ১২টির মধ্যে ৮টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। মুর্শিদাবাদের ২০টি আসনের মধ্যে ১৮টি-তেই জয়ী তৃণমূল। করোনা আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর পর ভোট পিছিয়ে গেছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে।
নতুন মন্ত্রিসভায় মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহাকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী।
রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামানকে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী ও মালদার মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে সেচ, জলপথ পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতি-মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রীড়া দফতরের দায়িত্বে ক্রীড়াবিদ। হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারিকে ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে এনেছেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -