Panchayat Election 2023:ভোটের দিন চোখে জল ভোটারের, কাঁদলেন ভোটকর্মী এমনকি পুলিশও
আঠারোর আতঙ্ক কি এড়ানো গেল তেইশে? দিনভর যা ছবি দেখা গিয়েছে, তাতে সেই কথা জোর দিয়ে বলতে পারছেন না অনেকেই।কোথাও ভোট দিতে না পেরে কাঁদলেন ভোটার। কোথাও অবাধ ও সুষ্ঠু ভোট করাতে না পেরে কাঁদলেন ভোটকর্মীরা। চোখের জল পড়ল পুলিশেরও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের ময়ূরেশ্বরের এই বুথটি ছিল পিঙ্ক বুথ। কিন্তু ভোটগ্রহণের পরিস্থিতি রইল না সেখানে। তছনছ বুথ।
সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয় পিঙ্ক বুথের। কাঁদতে থাকেন মহিলা প্রিসাইডিং অফিসার।
এক ছবি দেখা গেল ইসলামপুরের প্রিসাইডিং অফিসারের। দু'চোখ জলে ভর্তি।
বাঁচার জন্য কাকুতিমিনতি করতে শোনা গেল এই পুলিশকর্মীকেও। ছবিটি ডায়মন্ড হারবারের।
ভোট দিতে না পারার জন্য আবার কান্নায় ভাঙলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এই ভোটার।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কাপাসডাঙায় আবার দুপুরের আগেই ভয়ে প্রিসাইডিং অফিসার-সহ ভোট কর্মীদের বেরিয়ে যেতে দেখা যায়।
গণতন্ত্রের উৎসবে এভাবেই ভোটার, ভোটকর্মী, পুলিশের চোখের জল দেখল রাজ্য। সঙ্গে রক্তপাতও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -