Azaadi ka Amrit Mahotsav: 'আজাদি কা অমৃত মহোৎসব' -এর সূচনা করে আত্মনির্ভরতার ডাক মোদির
সবরমতী আশ্রম থেকে 'আজাদি কা অমৃত মহোৎসব' -এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালেই আমদাবাদের এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি যান সবরমতী আশ্রমে। গাঁধীমূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন তিনি।
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সবরমতি আশ্রম থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত ২৪১ মাইল পদযাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী।
মহোৎসবের সূচনা করে ট্যুইটারে মোদী লিখেছেন, 'সবরমতী আশ্রম থেকে আজ অমৃত মহোৎসব কর্মসূচি শুরু হল। এই জায়গা থেকেই ডান্ডি অভিযান শুরু হয়েছিল। দেশের সকল নাগরিক আত্মনির্ভর হবেন।'
সূত্রের খবর, মহোৎসব যাত্রার প্রথম ৭৫ কিলোমিটার পথ ১০৩ জনের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
এদিন করোনা টিকার প্রসঙ্গ টেনেও বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গও।
মোদি আজ বলেন, 'মহাত্মা গাঁধীর আশীর্বাদে আমরা ভারতীয়রা আমাদের সমস্ত কাজ সঠিকভাবে পালন করব ও লক্ষ্যের দিকে এগিয়ে যাব'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -