Azaadi ka Amrit Mahotsav: 'আজাদি কা অমৃত মহোৎসব' -এর সূচনা করে আত্মনির্ভরতার ডাক মোদির
নরেন্দ্র মোদি
1/7
সবরমতী আশ্রম থেকে 'আজাদি কা অমৃত মহোৎসব' -এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/7
আজ সকালেই আমদাবাদের এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি যান সবরমতী আশ্রমে। গাঁধীমূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন তিনি।
3/7
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সবরমতি আশ্রম থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত ২৪১ মাইল পদযাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী।
4/7
মহোৎসবের সূচনা করে ট্যুইটারে মোদী লিখেছেন, 'সবরমতী আশ্রম থেকে আজ অমৃত মহোৎসব কর্মসূচি শুরু হল। এই জায়গা থেকেই ডান্ডি অভিযান শুরু হয়েছিল। দেশের সকল নাগরিক আত্মনির্ভর হবেন।'
5/7
সূত্রের খবর, মহোৎসব যাত্রার প্রথম ৭৫ কিলোমিটার পথ ১০৩ জনের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
6/7
এদিন করোনা টিকার প্রসঙ্গ টেনেও বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গও।
7/7
মোদি আজ বলেন, 'মহাত্মা গাঁধীর আশীর্বাদে আমরা ভারতীয়রা আমাদের সমস্ত কাজ সঠিকভাবে পালন করব ও লক্ষ্যের দিকে এগিয়ে যাব'
Published at : 12 Mar 2021 03:17 PM (IST)