PM Modi Pics: '২ মে সব দেওয়াল ভেঙে যাবে', কাঁথি থেকে মোদির বক্তব্যের হাইলাইটস
বহিরাগত তত্ত্ব থেকে ভূমিপুত্র, দুর্নীতি থেকে শুরু করে মমতার আহত হওয়া-- কাঁথির সভায় নরেন্দ্র মোদির মুখে উঠে এল সব প্রসঙ্গই। এক ঝলকে দেখে নেওয়া যাক-- প্রধানমন্ত্রীর মন্তব্যের হাইলাইটস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোদি বলেন, ‘বাংলায় যে বিজেপি-র সরকার আপনারা বানাতে চলেছেন, তার মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্রই হবেন।‘
মোদি বলেন, ‘২ মে সব দেওয়াল ভেঙে যাবে। বিজেপি সরকার আসবে। বাংলার প্রতি ঘর থেকে, সবার মুখে একটাই আওয়াজ উঠছে। ২ মে দিদি যাচ্ছে। তৃণমূলের খেলা শেষ হবে। উন্নয়ন আরম্ভ হবে।‘
মোদি বলেন, ‘দিদি, আপনাকে নন্দীগ্রাম অনেক কিছু দিয়েছে। এখন আপনি নন্দীগ্রামের মানুষদের বদনাম করছেন। সারা দেশের কাছে বদনাম করছেন। নন্দীগ্রামের মানুষরা এটা সইবেন বা। এই অপমানের সাজা দেবেন নন্দীগ্রামবাসীরা। আর এই ভোটেই দেবেন সেই সাজা।’
মোদি বলেন, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে। আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে। আপনার খেলা ধরা পড়ে গেছে। ২ মে মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ।
মোদি বলেন, ‘বাংলার কৃষকরা দিদির নির্মমতা ভুলতে পারবেন না। পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন দিদি। বিজেপি সরকার গড়লেই, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা। বাংলার কৃষকরা দিদির নির্মমতা ভুলতে পারবেন না। পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন দিদি। বিজেপি সরকার গড়লেই, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা।’
মোদি বলেন, ‘রবি ঠাকুর, বঙ্গিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’
মোদি বলেন, ‘দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। বাংলার মানুষ আপনার কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি। যেদিকেই তাকাচ্ছি ভিড় আর ভিড়, এই ছবি দেখুন দিদি। এই ছবিই বলছে তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু।’
মোদি বলেন, ‘দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে পারে শুধু বিজেপিই। ও দিদি, বারবার আমাকে বলতে হচ্ছে, কারণ আপনি শোনেন না। আপনি খেলুন, আমরা সেবা করব।’
মোদি বলেন, ‘বাংলার বিকাশ বিজেপির সঙ্কল্প। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, নারী সুরক্ষা, কৃষক সম্মান। বাংলায় দরকার বিজেপি সরকার। বিজেপি সব স্কিমকে স্ক্যাম থেকে মুক্ত করবে।’
মোদি বলেন, ‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। তৃণমূল সরকার এখানে কিছুই করতে দেয়নি। দিদি এখন মেদিনীপুরে এসে অজুহাত দিচ্ছেন।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -