Suvendu on holi: কাঁথির শান্তিকুঞ্জে এবার গেরুয়া আবির, সামিল হলেন দিব্যেন্দুও

শান্তিকুঞ্জে গেরুয়া আবির

1/7
ভোটপর্বে তার ছায়া পড়ল আবিরের রঙে। এই প্রথম গেরুয়া আবির ঢুকল শুভেন্দুর বাড়িতে।
2/7
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে ছিল সবুজের দাপট। খাতায় কলমে দিব্যেন্দু বাদে শান্তিকুঞ্জের সকল পুরুষ সদস্যই এখন বিজেপিতে।
3/7
ভাইঝির থেকে আবির নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে ছুটলেন শুভেন্দু অধিকারীর।
4/7
এবার দোল ভোটের মধ্যেই। শুরু হয়ে গেছে বাংলার হাইভোল্টেজ বিধানসভা ভোট। তার মধ্যেই বসন্ত উৎসব। কাঁথির শান্তিকুঞ্জে দোলের ছবি ধরা পড়ল এবিপি আনন্দে।
5/7
এই প্রথম গেরুয়া রং মাখছি, ভাল গেরুয়া রং, বাড়িতে লোকজন আসে, শুভেচ্ছা বিনিময় হয়, জানালেন শিশির অধিকারী।
6/7
২৪শে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকার পর তৃণমূলের বিরুদ্ধে এখন সরব শিশির অধিকারী।
7/7
বাড়ির মেজ ছেলে শুভেন্দু দেদার ব্যস্ত। দোলের দিনেও একাধিক রাজনৈতিক কর্মসূচি। তার ফাঁকেই বাড়ির অন্দরে ছোট্ট ভাইঝির হাত থেকে আবির মেখে নিয়েছেন। সব ছবি সৌজন্যে কৃষ্ণেন্দু অধিকারী।
Sponsored Links by Taboola