Suvendu on holi: কাঁথির শান্তিকুঞ্জে এবার গেরুয়া আবির, সামিল হলেন দিব্যেন্দুও
শান্তিকুঞ্জে গেরুয়া আবির
1/7
ভোটপর্বে তার ছায়া পড়ল আবিরের রঙে। এই প্রথম গেরুয়া আবির ঢুকল শুভেন্দুর বাড়িতে।
2/7
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে ছিল সবুজের দাপট। খাতায় কলমে দিব্যেন্দু বাদে শান্তিকুঞ্জের সকল পুরুষ সদস্যই এখন বিজেপিতে।
3/7
ভাইঝির থেকে আবির নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে ছুটলেন শুভেন্দু অধিকারীর।
4/7
এবার দোল ভোটের মধ্যেই। শুরু হয়ে গেছে বাংলার হাইভোল্টেজ বিধানসভা ভোট। তার মধ্যেই বসন্ত উৎসব। কাঁথির শান্তিকুঞ্জে দোলের ছবি ধরা পড়ল এবিপি আনন্দে।
5/7
এই প্রথম গেরুয়া রং মাখছি, ভাল গেরুয়া রং, বাড়িতে লোকজন আসে, শুভেচ্ছা বিনিময় হয়, জানালেন শিশির অধিকারী।
6/7
২৪শে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকার পর তৃণমূলের বিরুদ্ধে এখন সরব শিশির অধিকারী।
7/7
বাড়ির মেজ ছেলে শুভেন্দু দেদার ব্যস্ত। দোলের দিনেও একাধিক রাজনৈতিক কর্মসূচি। তার ফাঁকেই বাড়ির অন্দরে ছোট্ট ভাইঝির হাত থেকে আবির মেখে নিয়েছেন। সব ছবি সৌজন্যে কৃষ্ণেন্দু অধিকারী।
Published at : 28 Mar 2021 08:34 PM (IST)