Panchayat Election:তৃণমূল সরকারকে চাঁচাছোলা আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: হুগলির জাঙ্গিপাড়ার নির্বাচনী জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল সরকারকে চাঁচাছোলা আক্রমণ শুভেন্দুর
1/8
হুগলির জাঙ্গিপাড়ার নির্বাচনী জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
2/8
নিশানা করলেন 'ডায়মন্ড হারবার মডেল'কে। পাশাপাশি, ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন আসনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।
3/8
'বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কী ভাবে সোজা করতে হয়', জাঙ্গিপাড়ার সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
4/8
তুমুল ভয় সত্ত্বেও বিজেপি প্রার্থীরা এগিয়ে এসেছেন। তবে ভোটগণনার পরেও কেউ হামলা করলে তার দায়িত্ব তিনি নেবেন, আশ্বাস শুভেন্দুর।
5/8
'হুগলিতে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। জাঙ্গিপাড়ায় বিডিও অফিস খোলা রেখে গ্রামে তাণ্ডব চলেছে', অভিযোগ বিরোধী দলনেতার।
6/8
তবে গেরুয়া শিবির যে এবার সব রকম বিরোধিতার জবাব দিতে প্রস্তুত, সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু।
7/8
এদিন বিরোধী দলনেতা তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়কেও। প্রশ্ন করেন, 'এতদিন পঞ্চায়েত দেখিনি বলছেন মুখ্যমন্ত্রী, তাহলে কে দেখছিল, ভূত?'
8/8
দুর্নীতির প্রশ্নেও তৃণমূল সরকারকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'আমরা ১০০দিনের টাকা আটকায়নি, চুরি আটকেছি।...হাজার হাজার কোটি নয়ছয় করেছে তৃণমূল, কেউ কিচ্ছু পায়নি। আমফান থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে কেন্দ্র, কেউ কিচ্ছু পায়নি।'
Published at : 26 Jun 2023 09:26 PM (IST)